অর্থনীতি

জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগে এ দেশে নিরাপদ ও টেকসই আবাসন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে : এ কে এম রহমতউল্লাহ এমপি

  অনক আলী হোসেন শাহিদী ২৪ মে ২০২৩ , ১০:৩৬:৫১ প্রিন্ট সংস্করণ

ছবি (১) ঃ ঢাকা-১১ এর সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেবিএস হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান সুসুমু সাকাই। (২) রিহ্যাব এর ভাইস-প্রেসিডেন্ট কামাল মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেবিএস হাল্ডিংস লিমিটেড এর অংশীদার পরিচালক মি. কেনটারো আসানো। (৩) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এ কে এম রহমতউল্লাহ এমপি। (৪) বিশেষ অতিথির বক্তব্য রাখছেন রিহ্যাব এর ভাইস-প্রেসিডেন্ট কামাল মাহমুদ। (৫) শুভেচ্ছা বক্তব্য রাখছেন জেবিএস হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান সুসুমু সাকাই। ছবি-সমাজ সংবাদ

ঢাকা-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ বলেছেন- ‘‘ নিরাপদ ও টেকসই আবাসন ব্যবস্থা- বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সরকার সরকারী ও বেসরকারী পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জেবিএস হোল্ডিংস লিমিটেড তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তথা জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগে এ দেশে নিরাপদ ও টেকসই আবাসান ব্যবস্থা গড়ে উঠেছে।’’ তিনি এ প্রসঙ্গে বলেন- ‘‘ একজন সংসদ সদস্য হিসেবে আমি অনুসন্ধান করে জেনেছি- জেবিএস হোল্ডিংস ২০২০ সাল থেকে স্বল্প সময়ের মধ্যে বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরকারের বিধি মেনে নিরাপদ ও টেকসই আবাসন ব্যবস্থার উন্নয়ন করছে তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।’’ তিনি গত ২২ মে ঢাকার হোটেল রেডিসনে-‘‘জিবিএস কর্পোরেট নাইট-২০২৩’’- এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেবিএস হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক এর সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট- কামাল মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেবিএস হোল্ডিংস লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল হোসেন, অংশীদার পরিচালক ওয়াসিহো টয়োডা (Yoshiho Toyoda), কেনটারো আসানো (kentaro Asano), চেয়ারম্যান সুসুমু সাকাই (Susumu sakai) উপদেষ্টা কর্ণেল (অব:) সফিউল্লাহ বুলবুল, ভূমির মালিক ডাঃ মোঃ বোরহান উদ্দিন, আইন উপদেষ্টা এ্যাডভোকেট আনজুমান আরা লিমা, স্থাপত্যবিদ ফালগুনী মল্লিক, আরো বক্তব্য রাখেন স্থাপত্যবিদ অধ্যাপক রফিক আজম, খান মোঃ মোস্তফা খালিদ পলাশ ও ডাঃ এম শামীম জেড বসুনিয়া প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে জেবিএস হোল্ডিংস লিঃ এর নির্মাণ প্রকল্পের নানা দিক নিয়ে বক্তব্যে প্রকল্পের ভূষয়ী প্রসংশা করেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতসহ বাংলাদেশ ও জাপানের জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ বলেন-‘‘রিহ্যাব এদেশে আবাসন ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। রিহ্যাব মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে অব্যাহত সুসর্ম্পক বজায় রাখার মাধ্যমে আবাসন ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই ব্যবস্থায় রূপ দিয়ে আসছে। আমি নানা পর্যায়ে খোঁজ নিয়ে জেনেছি- জেবিএস হোল্ডিংস লিঃ তাদের সব প্রকল্পকে আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণ করছে।

আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি।’’ সভায় জেবিএস হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক তার স্বাগত ও বিদায়ী বক্তব্যে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন-‘‘ জাপান-বাংলাদেশের যৌথ বিনিয়োগে এ দেশে টেকসই ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমাদের নির্মিত ও নিমির্তব্য সব গুলো প্রকল্প গ্রাহকের বিশেষ আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন- আমাদের এ প্রকল্পের সাথে যুক্ত হতে চান এমন আগ্রহী সকলকে আমন্ত্রণ জানা চ্ছি।’’জাপান-বাংলাদেশের মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানে হয়ে উঠে প্রানবন্ত। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। জেবিএস হোল্ডিংস লিঃ রিহ্যাব এর সদস্যপদ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুমোদন নিয়ে ২০২০ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্থাবায়ন করছে। জিবিএস হোল্ডিংস লিমিটেড ইতোমধ্যে ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্রে বিভিন্ন টেকসই প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে জেবিএস মানামি (JBS MANAMI), জেবিএস হিমাওয়ারী (JBS HIMAWARI), জেবিএস ইমিকা (JBS EMICA), জেবিএস রোজ কটেজ (ROSE COTTAGE)), জেবিএস মিকাডো (JBS MIKADO), জেবিএস হালিমা কটেজ (JBS HALIMA COTTAGE), জেবিএস হালিমা ফেয়ার ভিউ (JBS HALIMA FAIR VIEW), জেবিএস খান প্যালেস (JBS KHAN PALACE), জেবিএস রোজ এন্ড এ্যানজেল (JBS ROSE & ANGEL), জেবিএস শেখ ক্যাস্টল (JBS SHEIKH CASTLE), জেবিএস হালিমা ড্রিম পয়েন্ট (JBS HALIMA DREM POINT), জেবিএস ইসহাল (JBS ESHAAL), জেবিএস র‌্যানহিল গার্ডেন (JBS RANHILL GARDEN) জেবিএস ইরিকা ((JBS ERICA), জেবিএস হাসিবা গার্ডেন (JBS HASIBA GARDEN), জেবিএস নাজ গার্ডেন (JBS NAJ GARDEN), জেবিএস স্বপ্নচূড়া (JBS SHOPNOCHURA), জেবিএস আসারকান্দি (JBS ASARKANDI) জেবিএস অর্কিড ((JBS ORCHID), জেবিএস দক্ষিণা হাওয়া (BS DOKHOINA HAOWA), জেবিএস নোভা (JBS NOVA), জেবিএস এম.এ গার্ডেন (JBS MA GARDEN), জেবিএস ফ্লোরা (JBS FLORA) জেবিএস ক্যামেলিয়া (IBS KCAMELLA) জেবিএস কারণেশন (IBS CARNATION), জেবিএস মায়াবী (JBS MIYABI), জেবিএস মাধরী (JBS MIDORI), জেবিএস আওরোরা (JBS AURORA), জেবিএস লুপিনাস (JBS LUPINAS), জেবিএস পালাসিও (JBS PALACIO), জেবিএস ক্যানন (JBS KANON), জেবিএস সুজুমী (JBS SUZUMI)। এ ছাড়া জেবিএস হোল্ডিংস লিঃ ইতেমধ্যে ৯টি কাজ শেষ করে গ্রাহকদের নিকট হস্তান্তর করছে। এ প্রকল্পগুলো হচ্ছে- জেবিএস বোরহান প্যালেস (JBS BURHAN PALACE), জেবিএস ফুজি (JBS FUJI) জেবিএস লা পারীওয়ান (JBS LA PERRYONE), জেবিএস এ্যমিগো (JBS AMIGO), জেবিএস রিজিয়া গার্ডেন (JBS REJIA GARDEN), জেবিএস ফ্রিসিয়া (JBS FREESIA), জেবিএস গ্র্যান্ড সুলতান (JBS GRAND SULTAN) জেবিএস আকিরা (JBS AKIRA) ও জেবিএস মাহিরা ভিলা (JBS MAHIRA VILLA)।পরিশেষে জেবিএস হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক তার বক্তব্যে তাদের চলমান প্রকল্প পরিদর্শনে তাদের ঢাকাস্থ-অফিস প্লট সি-২ লেভেল-৭ বসুন্ধরা আবাসিক এলাকায় আমন্ত্রণ জানিয়ে বলেন- আসুন – আমরা সকলে মিলে এক সাথে এ দেশে সকলের জন্য টেকসই ও নিরাপদ আবাসন গড়ে তুলি।’’

আরও খবর

Sponsered content

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রথম শরিয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে-দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে -মোহাম্মদ মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও

দুপুরে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বইছে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে 

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দেশের সম্মান বৃদ্ধি করেছেন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়: বিদ্যুৎহীন ৭ লাখ মানুষ

আরও খবর: অর্থনীতি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ওসিডিএল এর নেতৃত্বে- নিরাপদ ও লাভজনক আবাসনের প্রতিশ্রুতি নিয়ে আমিন সিটি পূর্বাচলের পথচলা শুরু হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে পাঠানো হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের সচিব এর দৃষ্টি আকর্ষণ : চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক-এর নাম প্রস্তাবে ব্যাপক অনিয়ম

এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট বিডি প্রাইভেট লিমিটেড এবার কাজ করছেন মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা নিয়ে

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট