জাতীয়

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

  বিশেষ সংবাদদাতা ঃ ২৫ মার্চ ২০২৪ , ৮:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

নারায়নগঞ্জ এর হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস্ লিঃ এর একজন ঋণ জামিনদাতা হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোং লিঃ কে একটি ব্যাংক গ্যারান্টি প্রদানের লক্ষ্যে মো: মাহবুবুর রহমান খান রূপালী ব্যাংক লিঃ লোকাল অফিসের মহাব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ এর নিকট বিগত ২০১৭ সালের ৯’ই জানুয়ারী নগদ ৪০,৪৯০৫০,০০ (চল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ) টাকা এফ ডি আর বাবদ নগদ প্রদান করেন। মহাব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ-উক্ত টাকার এফ ডি আর গোপন রেখে সংশ্লিষ্ট কোম্পানীকে ৫ বছরের জন্যে একটি ব্যাংক গ্যারান্টির প্রদান করেন। উক্ত ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হলে মো: মাহবুবুর রহমান খান-উক্ত ব্যাংক গ্যারান্টির মেয়াদ পূনঃরায় নবায়ন করার পত্র দিলে মহা-ব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ ব্যাংক গ্যারান্টি নবায়ন না করে নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মোঃ মাহবুবুর রহমান খান বিষয়টি জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে লিখিত অভিযোগ দায়ের করলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্যে রূপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দেন। ঐ নির্দেশনার বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে-তা জানা যায়নি। অবশেষে মো: মাহবুবুর রহমান খান রূপালী ব্যাংক পিএলসি লোকাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ এর বিরুদ্ধে উক্ত অর্থ আত্মসাতের
অভিযোগ এনে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন। দুদক অভিযোগটি তদন্ত করছে। দুদক’এর উক্ত অভিযোগটি প্রমাণিত হলে তিনি যে কোন সময় গ্রেফতার হতে পারেন। উল্লেখ যে, মোঃ মাহবুবুর রহমান খান রূপালী ব্যাংক লিঃ কর্তৃক হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস্ এর বিরুদ্ধে দায়েরকৃত অর্থঋণ মোকাদ্দমা-৯৬/২০১৯ নং মামলায় রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ কর্তৃক-৪০৪৯০৫০,০০ (চল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ) টাকা আত্মসাতের বিষয়টি হিসেবে লিখিত ভাবে অবহিত করলে আদালত শুনানী শেষ বিচারের জন্য নথিভূক্ত করেছে। ঐ মামলাটি অর্থঋণ আদালত-৪ এ বিচারাধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতীয় হার্ট বিশেষজ্ঞ || ডাঃ শ্বঙ্খ শুভ্র দাস চিকিৎসা সেবার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে

ফরিদপুর চুনাখাটা দাখিল মাদ্রাসা ॥॥ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছে না নিরাপত্তা কর্মী ও সুপার পদের প্রার্থী ॥॥ প্রতিবন্ধকতা কার?ঘটনাটি তদন্ত প্রয়োজন