জাতীয়

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

  বিশেষ সংবাদদাতা ঃ ৩০ মার্চ ২০২৪ , ৮:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তরখান মৌজার ১২৯৫ অযুতাংশ জমি অবৈধভাবে দখল করেছে ঢাকার উত্তরখান থানার কান্দাইল্লাবাড়ী গ্রামের মোঃ আশিক মিয়াসহ ৫ সন্ত্রাসী। ঐ পাঁচ সন্ত্রাসী হচ্ছে-একই গ্রামের মৃত আব্দুল লতিফ এর পুত্র মিজানুর রহমান বাবুল (৫০), মোতাহার হোসেন (৪৫), মোবারক হোসেন (৪০), মোশারফ হোসেন (৩৮) ও ফয়সাল মিয়া (২৫)। এলাকায় এ সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজী ও নিরীহ ব্যক্তিদের জমি দখলের অভিযোগ রয়েছে। ঐ সন্ত্রাসীরা নরসিংদী জেলার বেলাবো থানার চর আমলারপুর গ্রামের মোঃ আব্দুল হেকিম এর পুত্র মোঃ নুরুল হকের জমি দখল করেছে। ঐ সন্ত্রাসীরা নিরীহ নুরুল হককে এমনভাবে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে যে প্রাণের ভয়ে তিনি আদালতে যেতে পারছেন না।
ঘটনা অনুসন্ধানে জানা যায়- মোঃ নুরুল হক ২০০৭ সালে ঢাকার উত্তরখান মৌজার মধ্যে ১২৯৫ অযুতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিলেন। বিগত ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর সন্ত্রাসী মো: আশিক মিয়ার নেতৃত্বে ও ৫ সন্ত্রাসী মো: নুরুল হকের ঐ জমি জবর দখল করেন। এ ঘটনায় তাৎক্ষণিক আইনী ব্যবস্থা নিতে মো: নুরুল হক উত্তরখান থানায় পরের দিন একটি সাধারণ ডায়েরী করেন। উত্তরখান থানার এ এস আই মো: ফরুখল ইসলাম ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মো: নুরুল হকের জমি জবর দখলের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট আদালতে ৫০৬ ধারায় একটি অভিযোগ দায়ের করেন। উত্তরখান থানার নন এফ আই আর প্রসিকিউশন নং- ০৭/০১/২০২১ ইং। এ ঘটনায় আদালতে মামলা চলছে।
এ ঘটনায় এক অনুসন্ধানে জানা যায়, মামলার বাদী মোঃ নুরুল হক প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে ঐ ৫ সন্ত্রাসী তাকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। প্রাণের ভয়ে তিনি মামলা পরিচালনায় আদালতে ও যেতে পারছে না। এ ঘটনায় সন্ত্রাসী মোঃ আশিক গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিচারিক আদালতের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতীয় হার্ট বিশেষজ্ঞ || ডাঃ শ্বঙ্খ শুভ্র দাস চিকিৎসা সেবার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে

ফরিদপুর চুনাখাটা দাখিল মাদ্রাসা ॥॥ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছে না নিরাপত্তা কর্মী ও সুপার পদের প্রার্থী ॥॥ প্রতিবন্ধকতা কার?ঘটনাটি তদন্ত প্রয়োজন