অর্থনীতি

বাপাউবোঃ বরগুনা পওর বিভাগ : ৮৮ হাজার বৃক্ষরোপনের ফলে সুরক্ষিত হয়েছে ২২টি বেড়ীবাধ ॥ দুই মন্ত্রীর সন্তুষ্টি

  অনক আলী হোসেন শাহিদী ২০ মে ২০২৩ , ৯:০২:১৯ প্রিন্ট সংস্করণ

দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দূর্যোগের কবল হতে উপকূলীয় অঞ্চলের বেড়ীবাঁধ রক্ষার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বরগুনা পওর বিভাগ বিগত ২০২০-২০২১ অর্থ বছরে ৮৮ হাজার ১০০টি বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করেছিল। সেই বৃক্ষ আজ প্রকল্প এলাকায় সফল প্রাকৃতিক সম্পদে রূপ নিয়েছে। সুরক্ষিত হয়েছে এ অঞ্চলে বাপাউবোর নির্মিত প্রায় ২২টি বেড়ীবাঁধ। এর ফলে এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক দূর্যোগের ভয়াবহতা থেকে অনেকটা রেহাই পাবে। এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বরগুনা পওর বিভাগের এ কার্যক্রম সরেজমিন অনুসন্ধান করে জানতে পেরেছি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৬ জুলাই ‘‘জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী ২০২০’’ উদ্ভোধন করেন। এ কর্মসূচীতে দেশের মোট বনভূমির পরিমান ২৫ শতাংশ উন্নীত করার লক্ষ্যে একটি বিশেষ নির্দেশনা প্রদান করেন। ঐ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তথা দেশকে বনায়ন ও সবুজায়ন করতে ১ কোটি গাছের চারা রোপনের কার্যক্রম গৃহীত হয়। এর ফলে দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর ঐ অনুশাসন প্রতিপালনে পানি সম্পদ মন্ত্রণালয় দেশের পানি উন্নয়ন বোর্ডের সকল দপ্তর, স্ব স্ব অধিক্ষেত্রের বাঁধ ও ফাঁকা জায়গা গুলোতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ১০ লাখ বৃক্ষ রোপনের কার্যক্রম গৃহীত হয়। ঐ কার্যক্রমের অংশ হিসেবেই বাপাউবো বরগুনা পওর বিভাগ বরগুনার ২২টি পোল্ডারে ২০২০-২০২১ অর্থবছরে ৮৮ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করে। ইতোমধ্যে রোপিত বৃক্ষবাজি অনেক বড় হয়ে বেড়ীবাঁধ এলাকাকে টেকসই বেড়ীবাঁধে রূপ দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়- এ কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষনিকভাবে সংশ্লিষ্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন। কাজটি সফলভাবে বাস্তবায়ন করেছেন বাপাউবো- বরগুনা বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী কাউছার আলম।

বাপাউবো- বরগুনা পওর বিভাগের এ ৮৮ হাজার বৃক্ষরোপন প্রকল্প বাস্তবায়নের সময়ে এ অঞ্চলের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন দক্ষিনাঞ্চল তথা বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী হারুন-অর-রশিদ। তিনি এই প্রতিনিধিকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন- ‘‘বরগুনার বিভিন্ন অঞ্চল ও বেড়ীবাঁধে ৮৮ হাজর ১০০টি বিভিন্ন জাতে বৃক্ষ সফলভাবে নির্মিত হয়েছে। বৃক্ষ গুলো এখন দৃশ্যমান প্রাকৃতিক সম্পদে রূপ নিয়েছে।’’ এ প্রকল্পে সর্ম্পকে পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব (প্রশাসন) মাহমুদুল হাসান বলেন- ‘‘ পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত বাপাউবোর বিভিন্ন স্ব স্ব অধিক্ষেত্রের বেড়ীবাঁধসহ বিভিন্ন দপ্তরকে সবুজায়ন করতেই আমরা ১০ লাখ বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করেছিলাম। তারই একটি অংশ বরগুনা পওর- বিভাগের এই কর্মসূচী। আমি একাধিকবার এ কর্মসূচী পরিদর্শন করেছি। বরগুনার বৃক্ষ রোপনের এ কর্মসচী সফলভাবে বাস্তবায়িত হয়েছে।’’

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পানি সম্পদ মন্ত্রণালয় ১০ লাখ বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের কার্যক্রম বাস্তবায়ন করে। এ সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করছিলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি বাপাউবোর বাস্তবায়িত সকল প্রকল্প নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন। তিনি একাধিকবার বরগুনা পরিদর্শন করে- চলমান প্রকল্পগুলো তত্ত্বাবধান করেছেন। বরগুনা পওর বিভাগের বৃক্ষরোপন সম্পর্কিত এ প্রকল্প সর্ম্পকে এক সাক্ষাৎকারে বলেন- ‘‘দেশকে প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী সবুজায়ন করতে বাপাউবোর সকল দপ্তরের অফিস প্রাঙ্গণ, স্বস্ব অধিক্ষেত্রের বাঁধ ও অন্যান্য ফাঁকা জমিতে আমরা বিভিন্ন জাতের ১০ লাখ বৃক্ষ রোপন করেছি। বরগুনা পওর বিভাগের ৮৮ হাজার রোপনকৃত বৃক্ষ এ প্রকল্পেরই একটি অংশ। আমি একাধিকবার এ প্রকল্প পরিদর্শন করে গভীর সন্তোষ প্রকাশ করেছি। এটি মন্ত্রণালয়ের একটি চলমান প্রকল্প।’’

এ প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন- ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দিতে বহুবিধ কর্মসূচী গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম দেশকে সবুজায়ন প্রকল্পের মধ্যে এনে প্রাকৃতিক সম্পদে অব্যাহতভাবে প্রতিষ্ঠিত করা। পানি সম্পদ মন্ত্রণালয়- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমাদের এ লক্ষ্য অর্জনে ১০ লাখ বিভিন্ন জাতের বৃক্ষরোপন ইত্যে

মধ্যে বাস্তবায়িত হয়েছে। বরগুনার ৮৮ হাজার বৃক্ষরোপন আমাদের সফলতার একটি দৃষ্টান্ত। আমি এ কাজের জন্যে সন্তষ্টি প্রকাশ করছি।’’
এ প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি- এই প্রতিনিধিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন- ‘‘পানি সম্পদ মন্ত্রণালয়- পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দেশকে টেকসই উন্নয়নে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশকে প্রাকৃতিক সম্পদে প্রতিষ্ঠিত করতে আমরা নানা প্রকল্প বাস্তবায়ন করছি। বৃক্ষরোপন তাদের মধ্যে একটি। বরগুনায় বাপাউবোর বাস্তবায়িত ৮৮ হাজার বৃক্ষরোপন ঐ অঞ্চলের বেড়ীবাঁধগুলোকে সুরক্ষিত করছে। এ প্রকল্পের রোপিত বৃক্ষরাজি প্রাকৃতিক দূর্যোগের সময়েও ঢাল হিসেব কাজ করবে। আমি এ কাজের জন্যে গভীর সন্তুষ্টি প্রকাশ করছি।’’

 

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ওসিডিএল এর নেতৃত্বে- নিরাপদ ও লাভজনক আবাসনের প্রতিশ্রুতি নিয়ে আমিন সিটি পূর্বাচলের পথচলা শুরু হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে পাঠানো হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের সচিব এর দৃষ্টি আকর্ষণ : চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক-এর নাম প্রস্তাবে ব্যাপক অনিয়ম

এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট বিডি প্রাইভেট লিমিটেড এবার কাজ করছেন মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা নিয়ে

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট