সারাদেশ

ঘন কুয়াশা ও তীব্র শীতে নীলফামারীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা

  অনলাইন ডেস্ক ১৬ জানুয়ারি ২০২৩ , ৯:০৪:৩৫ প্রিন্ট সংস্করণ

হিমলায়ের পাদদেশে অবস্থিত জেলা নীলফামারীর ছয়টি উপজেলা ঘন কুয়াশা ও কন কনে ঠান্ডা আবহাওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এতে বেড়েছে শীতজনিত নানা রোগ-বালাই। দুদিন ধরে বেড়েছে ঠান্ডার তীব্রতা। সকাল গড়িয়ে দুপুরে মিলছে সূর্যের দেখা। এদিকে শীতের তীব্রতায় স্থানীয় হাসপাতালগুলোতে নিউমোনিয়া, হাঁপানি, ব্রংকাইটিস, এ্যাজমা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়াডে ২৪ ঘণ্টায় ১১ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১০ জন শিশু ও একজন বয়স্ক। পরে দুপুরে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতাল সূত্র জানায়, শিশু ওয়ার্ডে ১৩ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এ নিয়ে দুই ওয়ার্ডে মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩। নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে ডায়রিয়া ওয়াডে রোগীর সংখ্যা বাড়লেও তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। অপরদিকে, তীব্র শীতে বয়স্ক রোগীদের (এ্যাজমা) শ্বাসকষ্টের প্রকোপ বেড়েছে। প্রতিদিন অন্তর্বিভাগে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে ৮৫৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। হাসপাতালের পুরুষ ওয়াডের রোগী মোজাম্মেল হক (৫৫) বলেন, শ্বাসকষ্টজনিত রোগে দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। তবে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেকেই বাড়ী ফিরে যাচ্ছে। আমিও চলে যাব। ভালো চিকিৎসার কথা বললেই রংপুর হাসপাতালে যেতে বলে ডাক্তাররা। টাকাপয়সা না থাকায় বাধ্য হয়ে এখানে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, কনকনে ঠান্ডায় শিশু ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানী, এ্যাজমা রোগীর সংখ্যা বেড়েছে। শীতজনিত রোগ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ নিতে হবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, প্রচন্ড ঠান্ডায় রিকশা বা ভ্যান নিয়ে শহরে যেতে পারছে না পেশাজীবীরা। বিদ্যালয়গামী শিশুরাও ঠান্ডায় বিদ্যালয়ে যেতে পারছে না। অন্যদিকে, তিস্তার চর অঞ্চল এলাকায় বেশি ঠান্ডা অনুভূত হওয়ায় এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদি পশুপাখির। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবু আল হাজ্জাজ শিশু কিংবা বয়স্কদের যে কোনও ধরনের সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সব সময় গরম পানি, গরম খাবার, বিশ্রাম ও নিরাপদে থাকতে হবে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালু মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দেন।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content