জাতীয়

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

  বিশেষ প্রতিবেদক : ৭ মে ২০২৪ , ৩:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ

উপজেলায় শ্রেষ্ঠত্বের পাশাপাশি জেলা পর্যায়ে ৫ম বারের মত শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা ভাংগা ফরিদপুর। পাশাপাশি জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছে মো: আব্দুল আউয়াল সহকারী অধ্যাপক (আরবী) এবং “অনিক মাতুব্বর” ফরিদপুর “জেলা” পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় (একক) শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত…. আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার বারবার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা বিভাগ) এখন ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ ইং উপলক্ষে ফরিদপুর জেলা পর্যায়ে মাদ্রাসা বিভাগে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” হিসেবে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী ও সাধারণ শিক্ষা অর্জনের অন্যতম তীর্থস্থা’ “ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা” ৫ম বারের জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত হয়েছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ মৃধার ক্ষুরধার ও বিচক্ষণ নেতৃত্ব এবং সুদক্ষ গভর্নিং বডির পরিচালনায় এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্যে ইকামাতেদ্বীন শিক্ষা পরিবার দারুণভাবে উচ্ছ্বসিত, গর্বিত ও আনন্দিত।

জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর তায়ালার শুকরিয়া আদায় এবং জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের মূল্যায়ন কমিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ইকামাতেহীন শিক্ষা পরিবার। অধ্যক্ষ’র দক্ষ নেতৃত্বে, মনোরম পরিবেশে, বিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সাবলীল গতিতে চলমান মাদরাসাটি এ অর্জনে আরো দুর্বার গতিতে তার অভিষ্ট লক্ষ্যপানে ছুটে চলবে। প্রস্তুত করবে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে নিবেদিত প্রাণ আদর্শ সৈনিকদের। আমরা প্রত্যাশা করি আমাদের প্রাণপ্রিয় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার এই সাফল্যে, মাদ্রাসার কার্যক্রম হোক আরও গতিমান, বেগবান ও সাফল্যমণ্ডিত। এছাড়াও মাদ্রাসার ফলাফল, অবকাঠামোগত সুবিধা, আইসিটি, পঠন-পাঠননে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় এ প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে
নির্বাচিত করা হয়েছে। নবীন এই মাদ্রাসাটি উপজেলা সদর হতে ১০ কিলোমিটার উত্তর- পূর্ব কর্নারে পল্লীবেড়া বালিয়াডাঙ্গী গ্রামের ঈদের মাঠ নামক স্থানে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসাটিতে দাখিল, আলিম, ফাজিল, কামিল, ও ফাজিল স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ হাজার ৩৫০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। মানসম্মত লেখাপড়া, ইসলামী সংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা ও জাতীয় বিভিন্ন কর্মসূচিতে বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে