রাজনীতি

বিএনপি চায় কমলাপুর, ডিএমপির প্রস্তাব মিরপুর

  অনলাইন ডেস্ক ৮ ডিসেম্বর ২০২২ , ১০:২১:৫০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে এবার কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে শেষে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, আমাদের যেহেতু নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চাই। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ সংযোজন করা হয়েছে। এখন দুটি মাঠই আমরা পর্যবেক্ষণ করতে যাব। এরপর নিজেরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব না, সেটা আগেই বলে দিয়েছি।
এদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরের প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের জন্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করে দেওয়া হলেও শুরু থেকেই নয়পল্টনে সমাবেশ করার পক্ষে অনড় দলটির নেতারা। সমাবেশের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে বুধবার নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content