জাতীয়

বাংলাদেশ জাস্টিস পাটি’র ৪২তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

  বিশেষ প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০৫:২৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাস্টিস পাটি’র ৪২তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বাংলাদেশ জাস্টিস পাটি’র কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ গত শুক্রবার সকাল ১০টায় ঢাকার বনানী কবরস্থানে দলের প্রতিষ্ঠাতা মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের কবরে দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস পাটি’র সভাপতি সর্বজনাব ডক্টর সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, সাধারণ সম্পাদক মানসুর আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনক আলী হোসেন শাহিদী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, আন্তর্জাতিক ও কৌশলগত সম্পর্ক বিষয়ক সম্পাদক এস,এম,মামুনুল হুদা মামুন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আফরিদুল ইসলাম আরাফাত, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাব শামীম মিয়া, দলের কোষাধ্যক্ষ ইমদাদুল হক, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এস,এম,আব্দুল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক সরকার মো: সেলিম। উল্লেখ্য, ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর ৬১৩ ঢাকার বড় মগবাজারে মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন’কে আহবায়ক করে বাংলাদেশ জাস্টিস পাটি’র গঠন প্রক্রিয়া শুরু হয়। একবছর পরে ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাস্টিস পাটি প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের মাধ্যমে দলের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

২৫ সেপ্টেম্বর ১৯৮১ ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে দলের ঢাকা মহানগর কনভেনশন আয়োজন করা হয়। বাংলাদেশ জাস্টিস পাটি প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী ও ব্রিটিশ সিভিল সাভিসের প্রাক্তন সদস্য জনাব ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন ছিলেন অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কম্যুনিস্ট পার্টির সদস্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বরিশাল থেকে গ্রেফতারকৃত কারাবরণকারী ভাষা সৈনিক, পাকিস্তানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারংবার কারাবন্দী ত্যাগী নেতা,১৯৬৮ সালে লন্ডনে বাংগালী কমিউনিটি নেতা ও আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে রক্ষাকল্পে ১৯৬৮ সালে লন্ডনে গঠিত “দ্যা রাইটস অফ ইস্ট পাকিস্তান ডিফেন্স ফ্রন্ট” চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ থেকে ১৯৭০ সালে ফরিদপুর ২ থেকে জাতীয় পরিষদ সদস্য, গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র অনুসারী এবং বাংলাদেশী জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা। বাংলাদেশ জাস্টিস পাটি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। বর্তমানে বাংলাদেশ জাস্টিস পাটি বিএনপি নেতত্বাধীন ১২ দলীয় জোটভুক্ত শরীক দলের অংশ হিসেবে একদফা দাবীতে আন্দোলনরত দল হিসাবে দেশ ও জনগণের কল্যানের জন্য বাংলাদেশের রাজনৈতিক অংগনে ভিন্নধারার শক্তি হিসেবে বিরাজমান।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতীয় হার্ট বিশেষজ্ঞ || ডাঃ শ্বঙ্খ শুভ্র দাস চিকিৎসা সেবার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে