জাতীয়

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ || সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর কামিল মাদ্রাসায় আলীম পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবী গণ দাবীতে রূপ নিয়েছে

  অনক আলী হোসেন শাহিদী ৫ জুলাই ২০২৩ , ৯:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ

সিলেট-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুকাব্বির খান বলেছেন- ‘‘সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে অবস্থিত সৎপুর কামিল মাদ্রাসায় চলতি বছরের অনুষ্ঠিতব্য আলীম পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবী এ অঞ্চলে গণ দাবীতে রূপ নিয়েছে।’’ এ দাবী পূরনে তিনি গত মে মাসে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে একটি ডি ও লেটার প্রেরন করেছেন। যার স্মারক নং- বা.জা.স/এমপি/সিলেট-২/২৩০/২০২৩/০৫/০১/৪০১।


সিলেট-২ আসনের সংসদ সদস্য মুকাবিব্বর খান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেয়া ঐ ডি ও লেটারে বলেছেন-‘‘ আমার নির্বাচনী এলাকা সিলেট-২ তথা বিশ্বনাথ ওসমানী নগর আসনের একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রাসা। ১৯৪৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানে ২০১৩ সাল থেকে জেডিসি এবং ২০১৫ সাল থেকে দাখিল পরীক্ষা কেন্দ্র চাল রয়েছে। প্রতিষ্ঠানটির কেন্দ্র কোড-৮৭৩।’’ তিনি তার পত্রে আরো বলেন-‘‘ সৎপুর কামিল মাদ্রাসায় ফাযিল অনার্সসহ কামিল শ্রেণীর পরীক্ষা কেন্দ্র ও চালু রয়েছে। কেবলমাত্র আলিম পরীক্ষা কেন্দ্র এখানে চালু না থাকায় এ এলাকায় আলীম পরীক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের প্রায় ১৪ কিলোমিটার দূরে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়ে নানা প্রকার বিড়ান্বনার স্বীকার হতে হয়।’’ এ প্রসঙ্গে তিনি তাঁর পত্রে আরো বলেন- ‘‘আমার নিবাচনী এলাকার শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনায় পাশ্ববর্ত্তী ২টি আলীম মাদ্রাসাকে অন্তর্ভূক্ত করে সৎপুর কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করছি। যেহেতু বিদ্যমান কেন্দ্র প্রায় ৭টি আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দেয় তাই নতুন কেন্দ্র স্থাপন হলে বিদ্যামান কেন্দ্রের ক্ষতির কোন সম্ভাবনা নেই।’’


অনুসন্ধানে জানা যায়- সিলেট জেলা প্রশাসন চলতি বছরের ২২ মার্চ তার দপ্তরের স্মারক নং-০৫.৪৬.৯১০০.০১৭.৩১.০৩৩.২০.১৩০ এর মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে দেয়া এক পত্রের মাধ্যমে সৎপুর কামিল মাদ্রাসায় চলতি বছরের আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছেন।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান চলতি বছরের ৯ মার্চ সৎপুর কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্যে সকল শর্ত পূরন আছে মর্মে একটি প্রত্যয়ন পত্রও প্রদান করেছেন।
সিলেট-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুকাব্বির খান এই প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন-‘‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যন প্রফেসর কায়সার আহমেদ দীর্ঘ দিন যাবৎ দক্ষতার সাথে মাদ্রাসা বোর্ডের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। আমি জাতীয় সংসদে একাধিকবার মাদ্রসা শিক্ষা বোর্ডের কার্যক্রম পরীক্ষার ফলাফল নিয়ে প্রশংসাসূচক কথা বলেছি- আমার বিশ্বাস- সৎপুর কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে তিনি আমার নির্বাচনী এলাকার ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধনে ইতিবাচক ভূমিকা রাখবেন।’’
উল্লেখ যে, আগামী ১৭ আগষ্ট সারাদেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেটের বিশ্বানাথ উপজেলায় সৎপুর কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে একাধিকবার সাংবাদিকরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ এর দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন-‘‘সৎপুর কামিল মাদ্রসায় আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টি তিনি যথা সম্ভব বিবেচনা করবেন।’’

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে