জাতীয়

শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

  অনলাইন ডেস্ক ২১ ডিসেম্বর ২০২২ , ৪:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীদের একাংশ প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। একটানা কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ করে অবরোধ-বিক্ষোভ করায় রাজধানীর কয়েকটি পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে পথচারীসহ হাজার হাজার মানুষ। শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন, বাংলামটর ও কাঁটাবন হয়ে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। এ সময় পুলিশ তাদের রাস্তায় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সড়ক ছেড়ে না উঠলে পুলিশ কয়েকজনের ওপর হামলা করে বলে অভিযাগ করেন সনদধারী আন্দোলনকারীরা।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সনদধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
মৎস্য ভবন থেকে হেঁটে কাঁটাবনে যাচ্ছিলেন আশিকুর রহমান নামের একজন। তিনি বলেন, ‌‘মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত ভালোভাবেই গাড়ি আসতে পেরেছে। প্রেসক্লাব পার হওয়ার আর গাড়ি আর চলছে না। পরে বাধ্য হয়ে নেমে হেঁটেই যাচ্ছি। এদিকে যেকোনও ঝামেলা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেখানে দায়িত্বরত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার পর থেকেই তারা এখানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে। আমরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা উঠতে রাজি হয়নি। আমাদের ওপর নির্দেশ এলে আমরা তাদের তৎক্ষণাৎ সরানোর চেষ্টা করবো।’
এর আগে প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের সামনে অনশন শুরু করে আসছিলেন এনটিআরসিএতে নিবন্ধিত। সেই কর্মসূচির ২০০তম দিন পূর্ণ হলো আজ।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী