অর্থনীতি

পোশাক রপ্তানিতে এখনো পড়েনি মন্দার প্রভাব

  অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২২ , ১০:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করলেও এর তেমন প্রভাব পড়েনি তৈরি পোশাক রপ্তানির বাজারে। প্রচলিত এবং অপ্রচলিত উভয় বাজারে চলতি অর্থবছরের গত তিন মাসে সার্বিকভাবে রপ্তানি বেড়েছে। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রথম তিন মাসের পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একক মাস হিসেবে গত সেপ্টেম্বর থেকে রপ্তানি আয় কমতে শুরু করেছে।
ইপিবির সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪৯৪ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২.৪৩ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে বড় রপ্তানি বাজার জার্মানিতেই রপ্তানি আগের চেয়ে ১.৩৪ শতাংশ বেড়েছে, যার পরিমাণ প্রায় ১৫২ কোটি ডলার। এর আগের অর্থবছরের এই সময় আয় ছিল প্রায় ১৫০ কোটি ডলার। এ ছাড়া স্পেন ও ফ্রান্সে যথাক্রমে ২১.৩৫ শতাংশ এবং ৩৬.৭২ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তবে ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় ২৪.৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।
আর মার্কিন বাজারে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে ২০১ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.১৩ শতাংশ বেশি। আগের অর্থবছরে আয় হয়েছে ১৯১ কোটি ডলার।
নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম কালের কণ্ঠকে বলেন, ‘ইউরোপের বাজারে এখনো পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি থাকলেও আগামী মাস থেকে রপ্তানি প্রবৃদ্ধি কমে আসবে। ’ তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এমনিতেই পোশাকের নতুন রপ্তানি আদেশ কম আসছে। এতে যতটা না সমস্যা হচ্ছে তার চেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে দেশে গ্যাস-বিদ্যুতের ভয়াবহ সংকট। দিনের বেশির ভাগ সময়ই কারখানাগুলো চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না। এ কারণে সময়মতো পোশাক উৎপাদন করা যাচ্ছে না এবং রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ’
২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৫.৪৭ শতাংশ। আয় হয়েছে ১৭৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪৩ কোটি ডলার। অপ্রচলিত বাজারের মধ্যে জাপানে প্রবৃদ্ধি হয়েছে ১৬.৬০ শতাংশ, আয় হয়েছে ৩২ কোটি ডলার। ভারতে ৩০ কোটি ৬৩ লাখ ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৬৬.২০ শতাংশ। তবে এই সময়ে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ায় রপ্তানি কমেছে যথাক্রমে ৩.৬৯ শতাংশ, ০.১৩ শতাংশ, ৮.৭১ শতাংশ এবং ৪৭.৩০ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে। প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট বলা যায়, পরবর্তী মাসগুলোতে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ প্রধান বাজারগুলোতে রপ্তানি কমবে। ’

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ওসিডিএল এর নেতৃত্বে- নিরাপদ ও লাভজনক আবাসনের প্রতিশ্রুতি নিয়ে আমিন সিটি পূর্বাচলের পথচলা শুরু হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে পাঠানো হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের সচিব এর দৃষ্টি আকর্ষণ : চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক-এর নাম প্রস্তাবে ব্যাপক অনিয়ম

এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট বিডি প্রাইভেট লিমিটেড এবার কাজ করছেন মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা নিয়ে

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট