অর্থনীতি

ইসলামী ব্যাংকের খাত ভিত্তিক ইতিবাচক কার্যক্রমে রাষ্ট্রের মন্ত্রী সচিবসহ সংশ্লিষ্টরা কে কি বলছেনঃ একটি বিশ্লেষন

  বিশেষ সংবাদদাতাঃ ৩০ মার্চ ২০২৩ , ১২:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একটি অন্যতম ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকের নাম। ইসলামী ব্যাংকই বাংলাদেশের তথা দক্ষিন-পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে। ইসলামী ব্যাংকের পথ চলা রাষ্ট্রকে করেছে সমৃদ্ধ। সূদীর্ঘ ৪০ বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সরকারের জাতীয় উন্নয়ন কর্মসূচীর অগ্রযাত্রার সাথে সমন্বয় করে এগিয়ে চলেছে- ফলে রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যাংকটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সকল নির্দেশনা ও নীতিমালাকে ইতিবাচকভাবে বাস্তবায়নের মাধ্যমে এতটা সফল হয়েছে যে- এই ব্যাংকের পথচলা অনুসরন করে ইতোমধ্যে দেশে আরও ১০টি ব্যাংক ইসলামী শরীয়াহ ভিত্তিক নীতি ও আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। এ ছাড়াও ব্যাংকটি মূলত রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী ভূমিকা পালন করছে। দেশের আমানত, বিনিয়োগ, আমদানী, রপ্তানী, রেমিট্যান্স আহরন, শিল্পায়ন, এসএমই বিনিয়োগ, পল্লী উন্নয়ন, দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন, শিল্প উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি ও কৃষিভিত্তক শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখার কারনে ব্যাংকটি মূলত জাতীয় উন্নয়নের অনন্য অংশীদার হিসেবে নিজের অবস্থানকে সুুদৃঢ় করেছে।

আমার দেশের জাতীয় উন্নয়নের খাত ভিত্তক কার্যক্রম রাষ্ট্রের মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টরা কে কি ভাবছেন তা জানতে চেয়েছি। ব্যাংকটি নিয়ে তাদের মূল্যায়ন সম্পর্কে মতামত চেয়েছি। এ বিষয়ে আমরা কথা বলেছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী- মোঃ তাজুল ইসলাম এমপি, কৃষিমন্ত্রী- ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি, স্বাস্থ্যমন্ত্রী- জাহিদ মালেক স্বপন এমপি, খাদ্যমন্ত্রী- সাধন চন্দ্র মজুমদার এমপি, শিল্পমন্ত্রী- নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি, গণপূর্ত প্রতিমন্ত্রী- শরীফ আহমেদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী- জুনাইদ আহ্মেদ পলক এমপি, অর্থ-মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব- শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক- ডঃ মোঃ মফিজুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব- খন্দকার এনায়েত উল্লাহ ও রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রথম ভাইস প্রেসিডেন্ট- কামাল মাহমুদের সাথে। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে ইসলামী ব্যাংক সম্পর্কে তাদের ভাবনা তুলে ধরেছেন। যা নিম্নে উপস্থাপনা করছি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী- মোঃ তাজুল ইসলাম এমপি: আমরা ইসলামী ব্যাংকের কার্যক্রম সর্ম্পকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে অবহিত করেছি যে- ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত পল্লী অঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে ১৯৯৫ সালে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) চালু করে। এ প্রকল্পের মাধ্যমে ব্যাংকটি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি, দক্ষতাবৃদ্ধি, প্রশিক্ষণ, সঞ্চয় গঠনসহ বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ডে বিনিয়োগ অব্যাহত রেখেছে। শহর এলাকায় বস্তিসহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য ২০১২ সাল থেকে “নগর দরিদ্র উন্নয়ন প্রকল্প” নিয়ে কাজ করছে। দেশের ৩২ হাজার গ্রামে বিস্তৃত এ প্রকল্পের ১৬ লক্ষ সদস্য রয়েছে। যার ৯৪ শতাংশই নারী। এ সর্ম্পকে আপনার মতামত জানতে চাই- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন- “আপনি নিশ্চই জানেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়- টেকসই উন্নয়নের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের ভাগ্যকে বদলে দিতে নানা কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে। ইসলামী ব্যাংকও আমাদের সহযোগী হিসেবে- দারিদ্র বিমোচনে কর্মসূচী নিয়ে কাজ করছে, তা আমাদেরকে আরও এগিয়ে যেতে উৎসাহ যোগাবে।”

কৃষিমন্ত্রী- ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি: আমরা কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপিকে অবহিত করেছি যে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত কৃষি ও পল্লী ঋন বিতরনে প্রতিবছরই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে আসছে। এ লক্ষ্য অর্জনের ফলে কৃষিপন্য উৎপাদন, বাজারজাতকরন, কৃষি সহায়ক শিল্প স্থাপন, উন্নত কৃষি উপকরন ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করছে। পল্লী উন্নয়ন প্রকল্প, কৃষি যন্ত্রপাতি বিনিয়োগ প্রকল্প, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করছে। এ সম্পর্কে আপনি কি বলবেন? এমন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেন- “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলায় রূপ দিতে কৃষিখা কে অগ্রাধিকার দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই অব্যাহত স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক উন্নয়ন কর্মসূচী অব্যাহত রেখেছে। আমাদের এই অব্যাহত জাতীয় উন্নয়ন কাজে ইসলামী ব্যাংকের এই ভূমিকাকে স্বাগত জানাচ্ছি।”

স্বাস্থ্যমন্ত্রী- জাহিদ মালেক স্বপন এমপি: আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপিকে অবহিত করেছি যে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের সিএসআর কার্যক্রমের আওতায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের কল্যানে সাদাকাহ ফান্ড গঠন করেছে। পরে ব্যাপক ভিত্তিক কাজের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে, যার অধীনে ১৯টি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং ইনষ্টিটিউটসহ নানাবিধ কার্যক্রম নিয়ে কাজ করছে। তাদের এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেন- “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা সারাদেশে স্বাস্থ্য সেবার মত মৌলিক বিষয় নিয়ে কাজ করছি। আমাদের এ কাজকে আরও একধাঁপ এগিয়ে নিতে ইসলামী ব্যাংকের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমরা মনে করি ইসলামী ব্যাংক- আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার।”

খাদ্যমন্ত্রী- সাধন চন্দ্র মজুমদার এমপি: আমরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে অবহিত করেছি যে- দেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে বিশেষ করে নোভেল করোনা ভাইরাস এর কারনে দেশের সাধারন মানুষের দৈনন্দিন জীবন-যাপনসহ অর্থনৈতিক কর্মকান্ড সীমিত হয়ে পড়েছিল- সেই সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বৈশি^ক এ চ্যালেঞ্জ সামনে রেখে খাদ্যের উৎপাদন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে আমদানী বিকল্প ফসল সমূহ যেমন- ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসলসহ ভুট্টা ধান গমসহ সকল দানা শস্য, অর্থকরী ফসল, শাক-সবজি ও কন্দাল ফসল, হটিকালচার যেমন মৌসুমী ভিত্তিক ফুল ও ফল চাষ, মৎস চাষ, পোল্ট্রি, ডেইরী ও প্রাণীসম্পদ খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। যা খাদ্য নিরাপত্তার আওতায় পড়ে। ইসলামী ব্যাংকের এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন- “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এ দেশের একটি মৌলিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কাজ করছি। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আমাদের এই উন্নয়ন কাজে ইসলামী ব্যাংকের ভূমিকা আমাদেরকে সমৃদ্ধ করেছে।”

শিল্পমন্ত্রী- নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি: আমরা শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপিকে অবহিত করেছি- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সারাদেশে ৬ হাজারের বেশী শিল্প-কারখানায় অর্থায়ন করেছে। ইসলামী ব্যাংকের এই অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন- “দেশের প্রায় সকল শিল্প-কারখানা স্থাপন ও পরিচালনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করে থাকে। তবে ইসলামী ব্যাংকের এই বিনিয়োগ আমাদের শিল্পখাতকে সমৃদ্ধ করেছে। ফলে ব্যাংকটি আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার হয়ে কাজ করছে। আমি ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও পরিচালনা পরিষদকে অভিনন্দন জানাচ্ছি।”

গণপূর্ত প্রতিমন্ত্রী- শরীফ আহমেদ এমপি: আবাসন খাত- মানুষের মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ন খাত। এ খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অবদান ব্যাখ্যা করে আমরা গণপূর্ত প্রতিমন্ত্রীকে জানিয়েছি ব্যাংকটির এ খাতে মার্কেট শেয়ার ১০% বেশী। আবাসন খাতে ব্যাংকটি প্রায় ১২ লক্ষ মানুষের আবাসন নিশ্চিত করেছে। এ সম্পর্কে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে নিয়ে আপনার মূল্যায়ন কি? এমন প্রশ্নের উত্তরে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন- “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে আমরা নানাভাবে কাজ করছি। বস্তিবাসীদেরসহ নিম্ন আয়ের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের এ জাতীয় উন্নয়নে ইসলামী ব্যাংকের আবাসন খাতের ভূমিকাকে আমরা গুরুত্বের সাথে মূল্যায়ন করছি।”

অর্থ-মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব- শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ: দেশের অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে আমরা ইসলামী ব্যাংকের নানা অবদান সম্পর্কে অবহিত করেছি। দেশের জাতীয় উন্নয়নে নানা খাতের সাফল্য নিয়ে ইসলামী ব্যাংকের ভূমিকা সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন- “বে-সরকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক একটি অন্যতম প্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সকল প্রকল্প ও বিধিমালা উৎসাহের সাথে বাস্তবায়ন করছে। এ কারনে এ ব্যাংকের প্রতি জনগনের আস্থা বাড়ছে। আমি ব্যাংকির অব্যাহত সাফল্য কামনা করছি।”
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক- ডঃ মোঃ মফিজুর রহমান: এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ মফিজুর রহমানকে আমরা অবহিত করেছি ইসলামী ব্যাংকের ইতিবাচক কার্যক্রম সম্পর্কে। সরকারী বেসরকারী ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকই দেশের সর্বোচ্চ বিনিয়োগকারী ব্যাংক। কর্মসংস্থান দারিদ্র বিমোচন, উদ্যোক্তা উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য কমানো, নারীর ক্ষমাতায়ন সর্বোপরি সুষম-টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক এসএমই খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এমন প্রসঙ্গে তিনি বলেন- “আমরা সারা দেশে উদ্যোক্তা তৈরী করতে কাজ করছি। আমাদের উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে ইসলামী ব্যাংক। আমরা ব্যাংকটির কার্যক্রমের প্রতি গভীর সমর্থন জ্ঞাপন করছি।”

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব- খন্দকার এনায়েত উল্লাহ: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবকে আমরা অবহিত করেছি- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিবহন খাতের মোট বিনিয়োগের ১৮শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। এ বিনিয়োগের ফলে প্রায় ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এমন প্রশ্নের উত্তরে খন্দকার এনায়েত উল্লাহ বলেন- “আমাদের পরিবহন খাতে ইসলামী ব্যাংক ব্যাপক বিনিয়োগ করেছে। তাদের এ বিনিয়োগের ফলে এ দেশে পরিবহন খাত ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।”

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- কামাল মাহমুদ বলেছেন- “এ দেশের আবাসন শিল্পকে সমৃদ্ধ করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের বিনিয়োগ কাজে লাগিয়ে আমাদের সদস্য বহু প্রতিষ্ঠান আজ সফলভাবে ব্যবসা করছে। আমি ইসলামী ব্যাংকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্যের ব্যাংকিং বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন দি ব্যাংকার এর মূল্যায়নে ইসলামী ব্যাংক ২০১২ সালে বিশে^র শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এ ধারাবাহিকতায় ১২ বার ইসলামী ব্যাংক বিশে^র শীর্ষ ব্যাংকের তালিকায় রয়েছে। বর্তমানে এ তালিকায় ৮৮২তম। বিশ^সেরা ইসলামী ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড অর্জন করেছে এই ব্যাংকটি। এ ছাড়া ট্যাক্স কার্ড সম্মাননা ২০২২, আইসিএসবি বেষ্ট গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেষ্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক নানা স্বীকৃতি অর্জন করেছে ইসলামী ব্যাংক।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ওসিডিএল এর নেতৃত্বে- নিরাপদ ও লাভজনক আবাসনের প্রতিশ্রুতি নিয়ে আমিন সিটি পূর্বাচলের পথচলা শুরু হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে পাঠানো হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের সচিব এর দৃষ্টি আকর্ষণ : চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক-এর নাম প্রস্তাবে ব্যাপক অনিয়ম

এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট বিডি প্রাইভেট লিমিটেড এবার কাজ করছেন মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা নিয়ে

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট