অর্থনীতি

ইইউতে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের

  অর্থনৈতিক ডেস্ক: ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। ২০২২ এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বাংলাদেশে ৩৮ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও মোট রপ্তানিতে ১ম স্থান ধরে রেখেছে চীন। বুধবার বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর ২০২২ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে মোট ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। যেখানে, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি-নভেম্বর ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেশি৷
অন্যদিকে, চীন ২৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউতে সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম ১১ মাসে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ২৯ শতাংশ । একই সময়ে তুরস্ক থেকে আমদানিও পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে যা ১১ দশমিক ০৯ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, ভারত থেকেও আমদানি ৪ দশামক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যেখানে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ। অন্যান্য শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৫ দশমিক ৮৯, ৩৪ দশমিক ১৬, ২৭ দশমিক ৯৯, ৮ দশমিক ১৩, ১৭ দশমিক ৩২ এবং ২৭ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশ বেশি প্রবৃদ্ধি করেছে ইউরোপে মূলত তারা বেশি ক্রয়াদেশ দিয়েছে বলে। তবে, এটা সম্ভব হয়েছে করোনার কারণে। এরপরও যে গতিতে বাড়া উচিত ছিল, নভেম্বরের পর থেকে আস্তে-আস্তে কমে এসেছে৷ চলমান অর্থনৈতিক মন্দা কিন্তু নভেম্বরের পর থেকে আঘাত করেছে। কিন্তু, রপ্তানি কমলেও প্রবৃদ্ধি বিবেচনায় নিলে বাংলাদেশ কিন্তু অন্যদের থেকে ভালো করেছে। ক্রেতাদের আস্থা অন্যদের চেয়ে বাংলাদেশের ওপর বেশি। তিনি বলেন, আমাদের পণ্যের দাম বেড়েছে। কারণ উপকরণগুলোর দাম বেড়েছে সেজন্য এফওবি বেড়েছে। এ কারণে রপ্তানি বেড়ে গেছে। এখন দেখার ব্যাপার হচ্ছে আমরা কীভাবে এটা ধরে রাখি।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ওসিডিএল এর নেতৃত্বে- নিরাপদ ও লাভজনক আবাসনের প্রতিশ্রুতি নিয়ে আমিন সিটি পূর্বাচলের পথচলা শুরু হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে পাঠানো হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের সচিব এর দৃষ্টি আকর্ষণ : চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক-এর নাম প্রস্তাবে ব্যাপক অনিয়ম

এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট বিডি প্রাইভেট লিমিটেড এবার কাজ করছেন মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা নিয়ে

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট