সারাদেশ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মানববন্ধন

   মোঃ আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ১০:২২:৪৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও এলাকার সংখ্যালঘু সাধারন মানুষ। গত ২৪শে এপ্রিল সোমবার বিকাল ৪টায় গোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের শ্যামনগর উপজেলা পর্যায়ের এবং ইউনিয়নের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন হিন্দু সংগঠন এর নেত্রীবৃন্দ উপস্থিত হয়ে এই ন্যাক্কার জনক ঘটনায় সাহায্যকারী অত্র ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তার সহযোগি মতিউর সহ হামলা কারীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে গ্রেফতারের দাবি জানান। এসময় বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক সহ অন্যান্য নেত্রীবৃন্দ ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সরেজমিন ও মামলা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের গোনা গ্রামে যুধিষ্ঠি মন্ডলের ছোট পুত্র শ্রীপদ মন্ডলের ৭বছর বয়সের শিশু পুত্র অনিমেশ মন্ডল এবং প্রতিবেশি মর্জিনা খাতুনের ৮বছর বয়সের শিশু পুত্র হারুন এক সাথে পুকুরের পানিতে গোসল করছিল এক পর্যায়ে শিশুদয়ের মধ্যে মারামারি হয় এবং হারুন এই কথা বাড়ীতে গিয়ে বললে তার মা মর্জিনা খাতুন এসে শিশু অনিমেশকে ধরে পুকুরের পানিতে চোবাতে থাকে। শিশুটির চিৎকারে তার মা স্মৃতি মন্ডল ঠেকাতে আসলে তাৎক্ষনিক মর্জিনা খাতুনের পরিবারের অন্যান্য ৬/৭জন সদস্যরা এসে স্মৃতি মন্ডলের বাড়িতে ঢুকে সকল সদস্যদের মারপিট শুরু করে। এসময় যুধিষ্ঠি মন্ডলের ৪ ছেলে সহ ছেলের বউরা মারাত্বক আহত অবস্থায় হয়। পরে এলাকাবাসির সহযোগিতায় তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার বিষয় অবগত হয়েছি, বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করেছি এবং করবো। শ্রীপদ মন্ডল বাদী হয়ে অত্র থানায় মামলা করেছে মামলা নং ২২/২০২৩। আমরা তাৎক্ষনিক অপরাধীদের ৫জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে গ্রেফতার হওয়ার ১দিন পরে ৫জনের মধ্যে ৪জন জামিনে বেরিয়ে এসে ক্ষিপ্ত হয়ে আবারও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যাক্ষদর্শিরা ও ভুক্তভোগীর ভার্ষ্যমতে মামলার বাদী শ্রীপদ মন্ডলকে মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখানো সহ ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে। মামলা তুলে নিতে রাজী না হওয়ায় পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার কারনে খাওয়ার পানি ফুরিয়ে যাওয়ায় দুরমুজখালি বিজিবি ক্যাম্প এর ফিল্টার থেকে সাইকেল যোগে ড্রামে পানি আনার সময় আসামীরা মামলার বাদী শ্রীপদ মন্ডলের ভাই সুপদ মন্ডলকে পথিমধ্যে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় তাকে বাঁচাতে আসলে সুপদ, দীপিকা, কবিতা ও ভূষনকে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাদেরকে শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া গত সোমবার রাত্র ৩টার দিকে যুধিষ্ঠি মন্ডলের গোয়ালঘর ও বসতঘরে একাংশে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে জানাগেছে। এরির্পোট লেখা পর্যন্ত আবারও মামলার প্রস্তুতি চলছিল।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content