সারাদেশ

বন্ধের সময় সুন্দরবনে মাছ ধরায় ১১ টি নৌকা, ১০০০ আটন সহ আটক ৪

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ১৫ আগস্ট ২০২৩ , ৮:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ

বন্ধের সময় সুন্দরবনে মাছ ধরায় ১১ টি নৌকা, ১০০০ আটন সহ আটক ৪

সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা, জনাব ড. আবু নাসের মোহসিন হোসেন মহোদয়ের নির্দেশনায়, সহাকারী বন সংরক্ষক, এম, কে, এম ইকবাল হোছাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ এর তত্ত্বাবধানে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা জনাব মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহলকালে ১৩ আগষ্ট রবিবার আনুমানিক রাত ৯:০০টায় কম্পার্টমেন্ট নং-৪৬ এর চরের খাল এলাকায় ১১টি ডিঙ্গি নৌকা কাঁকড়া ধরার আটন সহ দেখতেপায়। অতি দ্রুত ট্রলার নিয়ে নৌকা গুলির নিকটে পৌছালে নৌকা থেকে আসামীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও আসামীদের সন্ধান না পেয়ে প্রায় ১০০০ (এক হাজার) টি নিষিদ্ধ আটন সহ নৌকা গুলি আটক ও জব্দ করা হয় এবং ইউ.ডি.ও.আর. মামলা দাখিল করা হয়।

এছাড়া অপর একটি অভিযানে রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় কম্পার্টমেন্ট নং-৪৬ এর সাপখালী খালে টহলরত অবস্থায় ০১ টি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে দ্রুত নৌকার কাছে গিয়ে নৌকাটি আটক করেন ও নৌকায় থাকা ০১(এক) বোতল বিষ, ০১(এক)টি নিষিদ্ধ ভেসালী জাল জব্দ করেন। নৌকায় অবস্থানকারী ০৪(চার) জন আসামীকেও হাতেনাতে ধৃত করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পি,ও,আর বন মামলা দাখিল পূর্বক আদালতে আসামীদের সোপর্দ করা হয়।

 

আসামীদের নাম- ১. ইমদাদুল হক (৪০), ২. শাহীনুর (৪০), ৩. সিফাতুল্লাহ (২৭), ৪। আবদুল্লাহ (২৭)।

সরকার ঘোষিত জুন, জুলাই, আগস্ট মাসের প্রবেশ নিষিদ্ধ সময়ে বন বিভাগের নিয়মিত টহলের মাধ্যমে এই ধরনের অপরাধসমূহ দমন করা হচ্ছে যার ফলে সুন্দরবনের জীববৈচিত্র বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

Sponsered content