সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শ্যামনগরের ২জন নিহত

  আব্দুল কাদের শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:২৩:০৭ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর জেলার শিবচর থানাধীন আইজু দত্তপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর মাজাট গ্রামের মৃত আলিম উদ্দিন এর পুত্র আহম্মদ আলী(৫১) ও একই উপজেলার পাতড়াখোলা গ্রামের দীনবন্ধু মন্ডলের ছোট পুত্র স্বরজীৎ কুমার মন্ডল (২৯)। মৃত আহম্মদ আলীর পুত্র আকাশ গাজী ও মৃত স্বরজীৎ মন্ডল এর ভাই বাসুদেব মন্ডল এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-১৬৩০) এর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য শিবচর থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানাযায়, ৩ জুলাই সোমবার ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব-১৫-৪২১৭) করে আহম্মদ আলী ও স্বরজীৎ কুমার মন্ডল সাতক্ষীরা আসার পথে উক্ত বাসের সামনের বাম পাশের চাকায় হাওয়া কমে যাওয়ায় ৩ জুলাই দিবাগত রাত আড়াই টার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন আইজু দত্তপাড়া নামকস্থানে রাস্তার বামপার্শ্বে বাসটি পার্কিং করে চাকা পাল্টানোর সময় একই দিকগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো- ব- ১৫-১৬৩০) এর চালক দ্রুত গতিতে বাসটি চালিয়ে যাওয়ার সময় পার্কিং করা বাসটির পিছনে স্বজোরে ধাক্কা মারলে চাকা পরিবর্তনে সহযোগিতাকারী বাসের যাত্রী আহম্মদ আলী এবং স্বরজীৎ কুমার মন্ডল ২জন গুরুতর আহত হলে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবচর পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষনা করেন। শিবচর থানা পুলিশের অনুমতি নিয়ে মৃতের স্বজনরা তাদের লাশ নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৪ জুলাই রাত ১১ টার সময় শ্যামনগরে পৌঁছায়। এবং লাশ ঐ রাতেই দাফন সম্পন্ন করেন। মৃত দেহ শ্যামনগরে ফিরিয়ে আনতে সাথে থেকে সার্বিক ভাবে সাহায্য করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন এর শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু লাল মন্ডল। শিবচর হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। ঘাতক এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস এর চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।

আরও খবর

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

Sponsered content