জাতীয়

শীতে তীব্রতায় জবুথবু নগরবাসী, ভিড় নেই মেট্রো স্টেশনে

  অনলাইন ডেস্ক ৭ জানুয়ারি ২০২৩ , ১১:২৬:৩১ প্রিন্ট সংস্করণ

সরকারি ছুটির দিনে রাজধানীতে যানজট কিছুটা কমই থাকে। তাই পরিবার-পরিজন নিয়ে শহরে কিংবা শহরের অদূরে ঘুরতে বের হন নগরবাসী। কিছু দিন আগেও আমাদের কাছে ছিল মেট্রোরেল একটি স্বপ্নের নাম। উদ্বোধন হওয়ার পর থেকেই উৎসুক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এটি। মেট্রোরেল বিনোদনের জায়গায় পরিণত হয়েছে। তবে আজ ছুটির দিন হলেও শীতের সকালে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছে কম সংখ্যক মানুষ। ভিড় ছিল না আগারগাঁও মেট্রোরেল স্টেশনে। শীতের তীব্রতায় জরুরি কাজ ছাড়া মানুষ এখন ঘর থেকে কমই বের হচ্ছেন। শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমন চিত্র দেখা যায়। এদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত নয়টি মেট্রোরেল ছেড়ে যায়। কোনোটি কখনো ফাঁকা, কখনো কোনোটির সামনে দু-চারজনকে দেখা গেছে। এ সময় টিকিট বিক্রির কাউন্টারও ছিল ফাঁকা। মিরপুর ১০ নম্বর থেকে পাঁচ বন্ধু মিলে মেট্রোরেলে চড়তে এসেছেন আগারগাঁও স্টেশনে। তাদের একজন রাকিবুল ইসলাম। তিনি বলেন, বন্ধুরা মিলে ঘুরতে এসেছি মেট্রোরেলে। আগারগাঁও থেকে উত্তরা যাব, আবার উত্তরা থেকে আগারগাঁও আসবো। আজকে প্রথম মেট্রোরেলে উঠবো। অনেক ভালো লাগছে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলে শ্রী উত্তম। একসঙ্গে ভ্রমণ করবেন মেট্রোরেলে। তিনি বলেন, আমার বন্ধু আসলেই মেট্রোরেলে চড়ে উত্তরা যাব। আবার ফিরে আসবো। আগারগাঁও মেট্রোরেল ‘এ’ গেটের টিভিএমে সাহায্যকারী রোভার স্কাউট সদস্য রেজাউল করিম রেজা বলেন, এখন তেমন ভিড় নেই। সকাল ৮টার দিকে একটু ভিড় ছিল। হঠাৎ, হঠাৎ স্টেশনে ভিড় বেড়ে যায়। সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী মোহিত রহমান বলেন, উত্তরা থেকে মেট্রোরেলের চড়ে ফিরলাম আগারগাঁও। অনেক সুন্দর আমাদের মেট্রোরেল। যখন মেট্রোতে চড়ছিলাম মনে হচ্ছিল আমি বাংলাদেশে নেই। যেন ইউরোপের কোন দেশে ভ্রমণ করছি। আমার কাছে দারুণ লেগেছে। আগারগাঁও স্টেশনের ‘সি’ গেটের দায়িত্বরত আনসার কর্মকর্তা উজ্জ্বল মাহমুদ বলেন, আজকে তেমন ভিড় নেই বললেই চলে। সকাল আটটার দিকে একটি লাইনে একটু ভিড় হয়েছিল। শীতের কারণেও মানুষ একটু কম আসছে আজকে। উজ্জ্বল আরও বলেন, শুক্রবার দিন অনেক ভিড় হয়েছিল। ছুটির দিন হলেও গতকাল অনেক মানুষ এসেছিল। আজকে (শনিবার) সকাল ১১ টার দিকে আরেকটু ভিড় বাড়তে পারে। এর আগে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। সাধারণ মানুষের জন্য সকাল ৮টায় যাত্রা শুরু করার মাধ্যমে অভিষেক ঘটে নতুন এ গণপরিবহনটির।

আরও খবর

Sponsered content

বিএনপির নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতারই শামিল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ফরিদপুর চুনাখাটা দাখিল মাদ্রাসা ॥॥ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছে না নিরাপত্তা কর্মী ও সুপার পদের প্রার্থী ॥॥ প্রতিবন্ধকতা কার?ঘটনাটি তদন্ত প্রয়োজন

ঘন কুয়াশা ও তীব্র শীতে নীলফামারীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা

রিজার্ভ পানি শেষ, ঢাবির পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

‘‘দৈনিক সমাজ সংবাদ’’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক : হাওরের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে তিন দিনের ছুটিতে কিশোরগঞ্জে

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

আরও খবর: জাতীয়

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে