অন্যান্য

শতভাগ পাশের প্রতিষ্ঠান কমেছে

  অনলাইন ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:০৮:৪৯ প্রিন্ট সংস্করণ

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ও জিপিএ কমার পাশাপাশি এবার ফলের আরও দুই সূচকেও অবমনমন ঘটেছে। শতভাগ পরীক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার বিপরীতে কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠান।

এবার ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে; যা গতবারের চেয়ে ১০ গুণ। ১৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেছে শতভাগ পরীক্ষার্থী।
পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২১ সালে ছিল ১ হাজার ৯৩৪টি। এবার সেই সংখ্যা থেকে কমেছে ৬৪০টি।
চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বোর্ডে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন কোনো প্রতিষ্ঠান নেই। ১৩টি প্রতিষ্ঠানে শূন্য পাসের বিবেচনায় শীর্ষে রয়েছে দিনাজপুর বোর্ড।
ঢাকা শিক্ষাবোর্ডের আটটি, রাজশাহী শিক্ষাবোর্ডের নয়টি, কুমিল্লা শিক্ষাবোর্ডের পাঁচটি, যশোর শিক্ষা বোর্ডের ছয়টি এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছে এবার।
সব শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার মাদ্রাসা বোর্ডে চারটি এবং কারিগরি বোর্ডে দুটি।
আর শতভাগ পাশ করা ১ হাজার ৩৩০টি শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ৮১৪টি প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডের অধীনে। এছাড়া কারিগরি বোর্ডের ২১৯টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

আরও খবর

Sponsered content