জাতীয়

রপ্তানীযোগ্য কৃষি পণ্য উৎপাদন ও পতিত জমি ব্যবহার সম্ভব সব রকম কার্যক্রম বাস্থবায়নে কাজ করছে সরকার : মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

  বিশেষ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১১:২০:০৭ প্রিন্ট সংস্করণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেছেন- ‘‘ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। প্রতি ইঞ্চি জমিতে কৃষি উৎপাদনের মাধেমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অতিরিক্ত খাদ্য রপ্তানীর মাধ্যমে বাংলাদেশকে কৃষির ক্ষেত্রে এক উন্নত রাষ্ট্রে রূপ দিতে আমরা কাজ করছি। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’’ তিনি গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রীর পক্ষে এ কথা বলেন। বাইসস সভাপতি গোলাম সরোয়ার মিলনের সভাপতিতে এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক অনক আলী হোসেন শাহিদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকিব আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। এছাড়া এ আলোচনা সভার দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা বক্তব্য রাখেন। এ সভার সভাপতি ও বাইসস চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন বলেন- দেশের তৃণমূল পর্যায়ের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অথচ তাদের মূল্যায়ন করা হচ্ছে না। তাদের উপযুক্ত মূল্যায়নের মাধ্যমেই রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। এই লক্ষ্য অর্জনেই আমরা কাজ করছি। বিশেষ অতিথির ভাষণে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন-‘‘ দেশের নির্বাচিত ইউপি সদস্যরা রাষ্ট্রের তৃণমূল পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে। তাদের উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সম্ভব।’’ বাইসস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, দেশের তৃণমূল মানুষের ভোটে নির্বাচিত সদস্যদের মূল্যায়ন না করা হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে তিনি সরকারের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী