সারাদেশ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের দুই দিনে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ 

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৪ জানুয়ারি ২০২৩ , ৫:৪৫:০৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপ-নির্বাচনে প্রচারণার জন্য ২২ ও ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে বিজয়ী করার লক্ষে ২২ জানুয়ারি জেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিনিধি সভায় ও পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দুইটি পথসভায় এবং গণসংযোগে অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমানকে বিজয়ী করার লক্ষে ২৩ জানুয়ারি জেলা ছাত্রলীগের আয়োজনে নাচোল উপজেলায় গণসংযোগ ও পথসভা, গোমস্তাপুর উপজেলায় পথসভা ও প্রতিনিধি সভা এবং ভোলাহাট উপজেলায় প্রচার মিছিল ও পথসভায় অংশগ্রহণ করে
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকাকে বিজয়ী করতে অতীতের মতো ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করেন এবং সেই স্থানে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নিজেদের উপযুক্ত স্মার্ট সিটিজেন হওয়ার বিষয়ে আলোকপাত করেন। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক এর সঞ্চালনায় দুইটি প্রতিনিধি সভা ও দুইটি পথসভার প্রত্যেকটিতেই হাজারের অধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সফর করেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক সফরের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ জানান, “বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংগঠনিক সফর হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসায় এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং সেই সাথে তাদের উপস্থিতি ও দিক-নির্দেশনায় তৃণমূলের নেতা-কর্মীরা আরো বেশি উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে নৌকার বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।”

আরও খবর

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

Sponsered content