আইটি বিশ্ব

ক্ষুদে বিজ্ঞানী নববী শাহিদীর নতুন আবিষ্কার‌‌ -‘‘আডিনো র‌্যাডার’’

  বিশেষ সংবাদদাতা ঃ ৬ নভেম্বর ২০২৩ , ৯:০১:৪২ প্রিন্ট সংস্করণ

ইংরেজী পদ্ধতির ষষ্ঠ শ্রেণীর ছাত্র নববী শাহিদী- ‘‘ আডিনো র‌্যাডার সিস্টেম’’- নামের এক যন্ত্র আবিষ্কার করে দেশকে তাক লাগিয়ে দিয়েছে। ’’আডিনো র‌্যাডার ’’ সিস্টেম যন্ত্রটি পর্যালোচনা করে জানা যায়- যন্ত্রটি দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন ধরনের কাজ করে। যন্ত্রটির চোখের মত দেখতে একটি চোখ দিয়ে সংকেত প্রেরণ করে অন্য চোখ দিয়ে সংকেত গ্রহণ করে।
’’আডিনো র‌্যাগার’’ সিস্টেম- যন্ত্রটি বিভিন্ন বিজ্ঞান যন্ত্রের সমন্বয়ে তৈরী হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে কাছের এবং দুরের যে কোন দ্রব্যকে চিহ্নিত করতে সক্ষম হয়। এ প্রসঙ্গে ক্ষুদ্র বিজ্ঞানী নববী শাহিদী জানান, যন্ত্রটি আরো পরীক্ষা নিরিক্ষা করে শক্তিশারী আডিনো বাজার তৈরীর কাজ করছি। এই যন্ত্রটির সাথে সংযুক্ত পি আই আর (PASSIVE INFRARED SENSOR)। এই আডিনো র‌্যাডার এর কার্যক্রমকে আরো শক্তিশারী করবে। এ যন্ত্রটি যে কোন নড়াচাড়াকে চিহ্নিত করতে পারে। এই পদ্ধতি জানান দেয়ার জন্যে এক ধরনের শব্দের সৃষ্টি হয়। রাজধানীর একটি প্রভাবশালী ইংরেজী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নববী শাহিদী ভবিষ্যাতে আরো নতুন নতুন যন্ত্র আবিষ্কারের স্বপ্ন দেখছে।