সারাদেশ

নওগাঁয় ঘন কুয়াশা আর শীতে হাসপাতালে নিউমেনিয়ায় ও ডায়েরিয়া ভর্তি ৫শ ৯৭জন শিশু

  নওগাঁ প্রতিনিধিঃ ৪ জানুয়ারি ২০২৩ , ৫:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

 নওগাঁয় হঠাৎ করে বেড়েছে ঘন কুয়াশা আর শীত। মঙ্গলবার সকাল থেকে সারাদিন সূর্যের দেখা পাননি নওগাঁবাসী। গত কয়েক দিন ধরেই চলছে শীতের প্রকোপ। যার কারণে শৈত প্রবাহ অনেক বেড়েছে। যার কারণে ঠান্ডাজনিত অসুখ বেড়েছে। গত ৭দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১শ জন শিশু।মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে নওগাঁর রাস্তাঘাটে জনসাধারণের চলাচল তেমন নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের হতেই চাচ্ছেন না। অতিরিক্ত সতর্কতার কারণে সড়ক দূর্ঘটনা এড়াতে গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের হেড লাইট জ্বালিয়ে রেখে চলাচল করছে। হঠাৎ করে এই কুয়াশা ও শীতের কারণে ঠান্ডা জনিত অসুখ সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন রোগ বেড়েছে।
অন্যদিকে জেলায় শীতের প্রকোপ বাড়ায় নাজেহাল অসহায়,দরিদ্র তৃর্ণমুল মানুষের। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে, শিশুসহ বয়স্করা। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগের প্রকোপ ছড়িয়ে পড়েছে।জেলার হাসপাতাল গুলোতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, শীতজনিত রোগের কারণে ১ মাস থেকে ৫ বছর বয়সী বেশির ভাগ শিশুই এখন জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়ারিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।বুধবার সকালে (৪ জানুয়ারি ) নওগাঁ  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, প্রতিটি শয্যায় শিশু চিকিৎসা নিচ্ছে। শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে অনেক শিশুকে। রোগীর চাপে নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।হাসপাতালের শিশু বিভাগে কর্মরত স্টাফ নার্স মোছা.শিউলি আক্তার জানালেন, এবার কোল্ড ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। দুই সপ্তাহ ধরে প্রতিদিন কম বেশি ৪০-৫০টি শিশু নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।
তিনমাস বয়সী একটি শিশু নিয়ে হাসপাতালে এসেছেন মোমেনা খাতুন নামে এক নারী। মান্দা উপজেলা থেকে আসা এই নারী জানান, তার নাতির কয়েক দিন ধরে সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে হাসপাতালে নিয়ে এসেছেন। শীতের কারণে নিউমোনিয়া হয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকাল অফিসার ডা.মো.মাকসুদুল হক(রিপন) জানিয়েছেন,বহির্বিভাগে প্রতিদিন শতাধিক শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে ১২ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে ৪০ থেকে ৫০ জন। আজ বুধবার (০৪ জানুয়ার ) শিশু রোগীর সংখ্যা ছিল ৫৮জন।এবিষয়ে নওগাঁ সদর হাসপাতালের সিভিল সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, গত এক সপ্তাহে নওগাঁ সদর হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৩ জন আর জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন শিশু। এছাড়াও ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫শ ৯৭ জন রুগী।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content