অন্যান্য

এলজিইডি ঢাকা জেলা ৫ বছরে প্রায় ১৪’শ কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন- এলজিইডি মন্ত্রীর সন্তুষ্টি

  অনক আলী হোসেন শাহিদী ১৮ জানুয়ারি ২০২৩ , ১০:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ

দেশের আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাদের ইতিবাচক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে গ্রামীন রাস্তা-কালভাট, সেতুসহ বিভিন্ন গ্রামীন অবকাঠামোগত প্রকল্পের বাস্তবায়ন গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এলজিইডির উন্নয়নে এমন দৃষ্টান্ত দেশের প্রকৃতির সাথে মিশে আছে। আমরা এলজিইডি ঢাকা জেলার বিগত ৫ বছর কি ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, তা অনুসন্ধান করেছি। আমরা বিভিন্ন তথ্য সুত্রে জানতে পেরেছি এলজিইডি,ঢাকা জেলা বিগত ৫ বছরে ১৪শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। ঢাকা জেলার ৫টি উপজেলা নিয়ে মূলত এলজিইডি, ঢাকার কার্যক্রম। এ ৫টি উপজেলার গ্রামীন অবকাঠামোকে উন্নয়নে সমৃদ্ধ করা হয়েছে স্থানীয় গন-মানুষের মৌলিক চাহিদাপূরনের বাস্তবতাকে সামনে রেখে। এলজিইডি,ঢাকা জেলার এ ৫টি উপজেলায় বিগত ৫ বছরে প্রায় প্রায় ৫৫৯ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ চলছে, এতে ব্যয় ধরা হয়েছে ৩৯০ কোটি ৯২ লক্ষ ২০ হাজার টাকা। বিভিন্ন অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় স্থানে ৩৮৭৩ মিটার ব্রীজ নির্মাণ কাজ চলছে, এতে ব্যয় হয়েছে ৩৯০ কোটি ৮৪ লক্ষ টাকা। এ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সব উন্নয়ন কার্যক্রমের মধ্যে প্রায় ৩০৪ কিলোমিটার পাঁকা রাস্তা ও ১০৭৩ মিটার ব্রীজ এর নির্মাণ কাজ শেষ হয়েছে। একই সাথে প্রায় ২৫৬ কিলোমিটার রাস্তা ও ২৮০০ মিটার ব্রীজ এর নির্মাণ কাজ চলমান রয়েছে। এখানে উলেখ্য যে, এ সব উন্নয়ন কাজের মধ্যে প্রায় ৫৩৬ কিলোমিটার রাস্তার রক্ষনাবেক্ষনের কাজ রয়েছে। এ রক্ষনাবেক্ষন কাজে ব্যয় হয়েছে ২৬৭ কোটি ৯৪ লক্ষ ৫০ হাজার টাকা। ঢাকা জেলার ৫টি উপজেলায় ১৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার টাকা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এলজিইডি সব সময়ই তাদের উন্নয়ন প্রকল্প গ্রহন করে থাকে। এ লক্ষ্যকে সামনে রেখে ঢাকা জেলার ৫টি উপজেলার মধ্যে ৫টি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এতে ব্যয় হবে ৩ কোটি ৫৭ লক্ষ ৬৭ হাজার টাকা। বাজার উন্নয়ন- গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করার একটি অন্যতম মাধ্যম। এই উন্নয়নের লক্ষ্যে এলজিইডি, ঢাকা জেলা ২ কোটি ৬০ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয় করেছে। এ ছাড়া ১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে। এতে ব্যয় হবে ১ কোটি ৫০ লক্ষ্য ১৬ হাজার টাকা। গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে এলজিইডি, ঢাকা-৭টি পুকুর ও খাল খনন উন্নয়নে ব্যয় করছে ৪ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা। দেশের প্রাথমিক শিক্ষা সম্প্রসারনে এলজিইডি কাজ করছে। এলজিইডি, ঢাকা জেলা ২১টি চতুর্থ প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করছে। এতে ব্যয় হয়েছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। এলজিইডি, ঢাকা জেলা পরিচ্ছন্নতা কর্মীদের সুন্দর বাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। এ লক্ষ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা কর্মী নিবাস প্রকল্পের আওতায় ৩টি ভবন নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ২৩৯ কোটি ৪৭ লক্ষ ৯৭ হাজার টাকা। এলজিইডি, ঢাকা জেলা তার নিজস্ব চলমান প্রকল্পের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করন শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি দৃষ্টিনন্দন বিদ্যালয় নির্মাণ কাজ শুরু করছে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার টাকা। এ প্রকল্পে আরো ৩৪৪টি দৃষ্টিনান্দনিক বিদ্যালয় নির্মাণের প্রক্রিয়া চলমান আছে। ঢাকা জেলার এলজিইডি এর চলমান কার্যক্রম মূলত ঢাকা জেলার ৫টি উপজেলার আর্থ সামাজিক জীবনকে এবং একই সাথে গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এ প্রসঙ্গে ঢাকা জেলার বর্তমান নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান বলেন- “এলজিইডি,ঢাকা জেলার উন্নয়নে ইতোমধ্যে যে সব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা সংশ্লিষ্ট জেলার বসবাসরত মানুষের দৈনন্দিত জীবনে উপকারে আসবে। দেশের টেকসই উন্নয়নে এর ভূমিকা অপরিসীম।” আমি এলজিইডি,ঢাকা জেলার বিগত ৫ বছরের প্রায় ১৪শত কোটি টাকার উন্নয়নচিত্র সম্পর্কে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে অবহিত করে এ উন্নয়ন সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন- “শুধু ঢাকা জেলাই নয়, এলজিইডি সারাদেশে অব্যাহতভাবে যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে তার প্রভাবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। মানুষের জীবন-যাত্রার মান বাড়ছে। তাদের জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এলজিইডি কোন না কোন ভাবে ইতিবাচক ভূমিকা রাখছে।”

আরও খবর

Sponsered content