আন্তর্জাতিক

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত

  অনলাইন ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৩ , ১:০৮:২০ প্রিন্ট সংস্করণ

রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হলেও ধারণা করা হচ্ছে, কেউ বেঁচে নেই। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে করে উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

আরও খবর

Sponsered content