আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে নিহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক ২২ মার্চ ২০২৩ , ১২:১৬:২৮ প্রিন্ট সংস্করণ

মধ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, আফগানিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) ১০টা ১৭ মিনিটে ৬.৬ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান সীমান্তবর্তী শহর জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ভূমিকম্পে লাঘমান প্রদেশে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সারাদেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
পাকিস্তানের জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি এবং অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে উত্তর-পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে ছাদ ধসে নয়জন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে কিছু পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। এছাড়া যান চলাচল ব্যাহত হয়।
এছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, কোয়েটা ও পেশোয়ারের মতো শহরে গভীর রাতে ভূমিকম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এসব শহরের বাসিন্দারা। বিলাল ফাইজি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১০০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেশিরভাগকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
পাকিস্তানের উত্তর-পশ্চিমে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, দুর্গম এলাকায় অন্তত ১৯টি মাটির ইটের বাড়ি ধসে পড়েছে। তিনি আরও জানান, ‘আমরা এখনও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি। শক্তিশালী এ ভূকম্পনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কিছু অ্যাপার্টমেন্ট ভবনে ফাটল দেখা দিয়েছে।
এদিকে আফগানিস্তানের ভূমিকম্পে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভূমিকম্পের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং টুইটারে লিখেছেন, ‘দিল্লিজুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আশা করি, আপনারা সবাই নিরাপদ আছেন।’
দিল্লির বাসিন্দারা কয়েক মিনিট স্থায়ী কম্পন অনুভূত হওয়ার পরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। ভারতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content