বিনোদন

ষড়যন্ত্রকারীদের আমি চিনি : শাকিব খান

  অনলাইন প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২২ , ৬:২৩:০৫ প্রিন্ট সংস্করণ

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বলেছেন, যারা নায়িকা পূজা চেরিকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে তাদের আমি চিনি। তারা আমার চলচ্চিত্র ক্যরিয়ার ও ব্যক্তিজীবন ধংসের জন্যই এমন অপপ্রচার চালাচ্ছে। অনেক হয়েছে, বাড়াবাড়িরও একটা সীমা আছে। আমি আর চুপ করে থাকতে পারি না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে। আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? শাকিব বলেন, ‘মূল ষড়যন্ত্রকারি দু’জন, একজন হলো চলচ্চিত্র প্রযোজক। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি