সারাদেশ

জামালপুরে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে ৭ টাকা বাড়লো বেগুনের দাম

  জামালপুর,প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৩ , ১:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

সপ্তাহের ব্যবধানে জামালপুরের পাইকারি বাজারে প্রতি কেজি বেগুনের দাম ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫ টাকায়।তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এ নিয়ে কৃষকদের মাঝে সামান্য স্বস্তি দেখা দিলেও অখুশি ক্রেতারা।
সরেজমিনে জেলার মেলান্দহ, সদর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। মো. দুলাল নামের স্থানীয় এক কৃষক বলেন, এবার লোকসানে আছি। সারের দামসহ সবকিছুর দামই বেশি। এক বিঘা জমিতে সার-কীটনাশক ও শ্রমিকসহ খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। অথচ বেগুনের যে দাম তাতে সে টাকা ওঠে না। কয়েকদিন আগে পাইকারি বাজারে এক মণ বেগুনের দাম ছিল ১৫০-১৬০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকায়। এভাবে চলতে থাকলে মানুষ আর বেগুন চাষ করবেন না। মো. মামুন নামের এক ব্যবসায়ী বলেন, বাজারে বেগুনের দাম ওঠানামা করে। এক সপ্তাহে আগে এক কেজি বেগুন পাইকারি ৮-১০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৩-১৫ টাকায়। তবে খুচরা বাজারে এ বেগুনের দাম ৩০-৪০ টাকা। মেলান্দহ রেলওয়ে বাজারের ব্যবসায়ী সুরুজ্জামান বলেন, প্রতি মণ বেগুনের দাম ৫০০-৫৫০ টাকা। মাঝে ১৬০ টাকায় মণও বিক্রি হয়েছে। তারপর ধীরে ধীরে বেড়ে ৫৫০ টাকা হয়েছে।
তবে সাধারণ ক্রেতারা বলছেন ভিন্ন কথা। শামীম নামের এক ক্রেতা বলেন, আয় বাড়েনি কিন্তু খরচ বেড়েছে দ্বিগুণ। আগে যেখানে দুই-তিন কেজি সবজি লাগতো সেখানে এক কেজিতে চাহিদা মিটাচ্ছি। আদর্শ বাণিজ্যালয়ের মালিক বাবু মিয়া বলেন, বাজারে কাঁচামাল ওঠার ওপর দাম নির্ভর করে। বেশ উঠলে দাম কমে, কম উঠলে দাম বাড়ে। খুচরা বাজারে বেগুন ৩০-৪০ টাকা, আলু ৩০-৩৫ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা ও টমেটো ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে এ দাম দ্বিগুণ হতে পারে।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content