সারাদেশ

তরুণ শরীফের অটো কেনার প্রথম দিনই হল তার জীবনের শেষ দিন,অটোরিকশা উদ্ধারসহ গ্রেফতার ১জন।

  আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ ২৪ মে ২০২৩ , ১১:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

তরুণ শরীফের (২৪) অটোচালনা পেশার প্রথম দিনই হল তার জীবনের শেষ দিন৷ এক বছর পূর্বে নতুন বউ নিয়ে সংসার পাতা শরীফের আর্থিক অস্বচ্ছলতা দেখে তার দুলাভাই আক্কাছ ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা দিয়ে লতিফপুর বাজার থেকে একটি পুরাতন অটোরিক্সা কিনে দেয় গত ২১ মে দুপুরে৷ বিকেলে করিমগঞ্জ থানাধীন গুণধর এলাকার খয়রাত বাজার মোড়ের একটি গ্যারেজ থেকে অটোরিক্সার কিছু মেরামত কাজ শেষে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায় শরীফ৷ করিমগঞ্জ থানাধীন গুণধর ইউনিয়নের দড়ি গাংগাটিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ৷নিখোঁজের পরের দিন ২২ মে ২০২৩ ইং অনুমান সকাল ৮ ঘটিকার দিকে গুণধর এলাকার নলীন ব্রিজের নীচে মাথার উপর পাথর-সিমেন্টের মোল্ডের টুকরো দিয়ে মাথায় চাপা দেওয়া নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় শরীফের৷ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শরীফকে নির্মমভাবে হত্যা করে অটোরিক্সাটি ছিনিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়৷ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কিশোরগঞ্জ এর সার্বিক তদারকি ও নির্দেশনায় ঘটনার পর পরই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়৷ ভিকটিমের পিতা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে করিমগঞ্জ থানায় মামলা রুজু করেন যার মামলা নং ১৯, তারিখ ২২/০৫/২০২৩ ইং, ধারা- 394/302/201/34, The Penal Code, 1860৷ মামলাটির তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)খন্দকার হাফিজুর রহমান৷গত মঙ্গলবার ২৩ মে রাত সাড়ে ৯ টায় করিমগঞ্জ থানার এক চৌকস টিম কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকার নানা জায়গায় অভিযান পরিচালনা করার পর গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট হতে ঘটনার সাথে জড়িত সেলিম (৩৯), পিতা- মো: হাবিবুর রহমান, সাং- পাটধা কাঁঠালিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি গ্যারেজ হতে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়৷ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে৷ পূর্ব পরিকল্পিতভাবে যাত্রী বেশে ৩/৪ জন অটোরিক্সায় উঠে কৌশলে নীরব ও নির্জন এলাকায় নিয়ে যেয়ে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম শরীফকে হত্যা করে৷ পরবর্তীতে অটোরিক্সাটি নিয়ে সদর থানাধীন বিন্নাটি এলাকার একটি গ্যারেজে চার্জ দিয়ে গাজীপুর নিয়ে চলে যায়৷ভিকটিম শরীফকে হত্যা করে নৃশংস হত্যাকাণ্ডসহ অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত বিবাদী সেলিমকে আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content