সারাদেশ

দীর্ঘ ৭ বছর পরে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভবন হস্তান্তর

  গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : ১৬ জানুয়ারি ২০২৩ , ৫:২১:৪৪ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির মূল ভবন হাসাপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে গ্রহন করেছে। আজ সোমবার বেলা ১১.৩০ মিনিটে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ ভবন হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান চক্ষু হাতপাতালের মূল ভবন হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সিনিয়র কলসালটেন্ট এ.এস.এম কাদিরের সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা: নাহিদ ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী এলাকা-২১৭ এর জাতীয় সংসদ সদস্য এবং গোপালগঞ্জ-৩ এর উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য মনোনীত প্রতিনিধি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো: শহীদ উল্লা খন্দকার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক প্রকল্প পরিচালক ডা: মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, গোপালগঞ্জ জেলা আওয়ামীলগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার এবং অত্র প্রতিষ্ঠানের উপ পরিচালক ডা: আনোয়ারুর রউফ সহ হাসপাতালের সকল চিকিৎক ও নার্সগণ প্রমূখ। গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান বলেন ২০১১ সালের ৩১ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঢাকা খুলনা মহা-সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ১৫ একর জায়গ্রা উপর অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ২০১৬-১৭ অর্থবছরে ১৪৩ কোটি ৯৯ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় প্রতিষ্ঠানটি যার কার্যাদেশ পেয়েছি ২০১০ সালের জুলাই মাসে। এবং ২০১৪ সালের ৩০ জুন কাজ সমাপ্ত হয়। পরে ২০১৬ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। তারপর হাসপাতালের মূল ভবনে চিকিৎসা সেবা সহ অন্যান্য কার্যক্রম চালু হলেও ভবন নির্মানে ত্রুটির কারণে গণপূর্ত বিভাগ দীর্ঘ ৭ বছর পর হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা: নাহিদ ফেরদৌসী বলেন গোপালগঞ্জ সহ আশে পাশের ২২ জেলার মানুষ চক্ষু চিকিৎসার একমাত্র আধুনিক প্রতিষ্ঠান এটি। পরিছন্ন পরিবেশের এই হাসপাতাল ও আধুনিক চিকিৎসা প্রদানে এ হাসপাতালের গতিশীলতা আগামীতে আরও বৃদ্ধি পাবে।

আরও খবর

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে

ভারতীয় হার্ট বিশেষজ্ঞ || ডাঃ শ্বঙ্খ শুভ্র দাস চিকিৎসা সেবার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে

Sponsered content