সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১২ অক্টোবর ২০২২ , ৭:০৩:০৭ প্রিন্ট সংস্করণ

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই স্বচ্ছতা-জবাবদিহিতা ও অংশগ্রহণ’Ñ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন প্রথম আলো’র স্বাস্থ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের কোঅর্ডিনেটার মো. রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, মিডিয়া কমিউনিকেশন বিভাগের প্রোগ্রাম অফিসার নওশিন মৌলি ওয়ারেসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।
স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ২৩টি মন্ত্রণালয় স্বাস্থ্যের সঙ্গে জড়িত জানিয়ে প্রশিক্ষণকালে শিশির মোড়ল বলেনÑ স্বাস্থ্যসেবা প্রাপ্তির জায়গা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতাল। আমরা অনেক সময় এসব প্রতিষ্ঠানের কাঠামোগত দিকটি না জানার কারণে ভুল রিপোর্ট করে থাকি। তাই আপনারা স্বাস্থ্য নিয়ে যখন রিপোর্ট করবেন তখন আগে জানবেন প্রতিষ্ঠানগুলোর সেবা দেয়ার নিয়মটি কী।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষে জেলা ও নাচোল উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করেছে। ফোরামসমূহ হচ্ছেÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content