সারাদেশ

নরসিংদীতে ন্যাশনাল লাইফের ৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

  নরসিংদী প্রতিনিধি: ১৭ জানুয়ারি ২০২৩ , ৮:৪০:৪৯ প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নরসিংদীতে ৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত ১১ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন বাংলাদেশের অর্থনীতিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর সরকারকে বিপুল রাজস্ব প্রদান করায় এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল লাইফকে দেশের শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা প্রদান করে। পরে তিনি বীমা দাবির ৬০ কোটি টাকার চেক হস্তান্তর ও সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় আসার পর বীমা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বাবা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে আলফা ইনস্যুরেন্স চাকরি করেছিলেন। বঙ্গবন্ধু তখন বীমার অন্তরালে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা প্রণয়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী পহেলা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেন। গেল বছর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১ হাজার ৫২ কোটি টাকা বিমা দাবি পূরণ করে। ন্যাশনাল লাইফ গ্রাহকদের যথাসময়ে বীমা দাবি পরিশোধ করে। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আজ ৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। চেয়ারম্যান আশা ব্যক্ত করে বলেন আগামী পহেলা মার্চ জাতীয় বীমা দিবসে দেশের সব কটি বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রথম স্থান অর্জন করবে। অনুষ্ঠানে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার ১০ হাজার কর্মকর্তা ও বিক্রয়কর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content