সারাদেশ

ম্যাগনেটিক চাউলের নামে অভিনব কায়দায় প্রতারনা, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

  রনি মন্ডল গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ১০:৩১:২০ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় ম্যাগনেটিক চাউলের নামে প্রতারণাকারী প্রতারক চক্রের সদস্য ক্ষিতীশ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের সদস্য, ক্ষিতীশ বিশ্বাস (৩৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শালিনাবক্সা গ্রামের মারকন্ঠ বিশ্বাসের ছেলে। প্রেস রিলিজের মাধ্যমে জানা গেছে, কিছুদিন যাবত একটি প্রতারক চক্র অভিনব কায়দায় সাধারণ চালকে অতি উচ্চমূল্যের ম্যাগনেটিক চাল বলে প্রচারণা চালিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রচারণা চালিয়ে আসছে। প্রতারণার কাজে তারা গবেষণাগার, ঔষধ কোম্পানি মেডিকেলে ব্যবহৃত ভাল ও মাইক্রো সেন্ট্রফিউজ টিউবে অতি আকর্ষণীয় করে সুকৌশলে একটি করে চাল স্থাপন করে এবং এটিকে ম্যাগনেটিক চাল বলে প্রচার করে। উক্ত ভাষাল ও মাইক্রো সেন্টিফিউজ টিউব গুলোকে সুন্দরভাবে সুকৌশলে কয়েকটি স্তরে কাগজ, অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে ও সর্বস্তরের উপরে টেপ পেঁচিয়ে আকর্ষণীয় করে মানুষের কাছে প্রতারণামূলকভাবে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। আরও জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশ এ ধরনের প্রতারক চক্রকে গ্রেপ্তার তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে থেকে প্রতারক চক্রের সদস্য ক্ষিতীশ বিশ্বাসকে ৫ প্যাকেট প্রতারণার সরঞ্জাম সহ গোয়ালন্দঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে। সবগুলো প্যাকেটে ২৮ টি ২ মিলি ভায়াল ও ৭ টি মাইক্রো সেন্ট্রাফিউজ টিউব পাওয়া যায়। যার প্রতিটির মধ্যে মাত্র একটি সাধারণ চাল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। প্রেস রিলিজে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ও গোয়ালন্দ ঘাট থানাার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।

 

আরও খবর

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Sponsered content