সারাদেশ

মৌলভীবাজার প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৮ মেধাবী শিক্ষার্থীর

  মৌলভীবাজার প্রতিনিধি; ৩০ মার্চ ২০২৩ , ১১:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে নবম-দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার “ট্যাব” তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,জনশুমারি ও গৃহগণনা-২০২২-এ ব্যবহৃত দুই লক্ষ ট্যাবলেট সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার গাইড ণাইন দিয়েছেন প্রথানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্ধেশনার আলোকে মৌলভীবাজার জেলার এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থীদেও দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এঁর সভাপতিত্বে মৌলভীবাজার জেলার পৌরসভার ছয়টি সরকারি ও এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব ট্যাবলেট তুলে দেওয়া হয়। আগামী সপ্তাহের মধ্য্য জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে এই ট্যাব দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,উপপরিচালক স্থানীয় সরকার মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহীনা আক্তার, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার সদর মো. শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রূপালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক কর্তৃক আত্মসাৎকৃত প্রায় ৪১ লাখ টাকার এফ ডি আর এর অভিযোগটি অর্থঋণ মোকাদ্দমা ৯৬/২০১৯ এ বিচারের জন্য নথিভূক্ত হয়েছে