সারাদেশ

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

  মৌলভীবাজার প্রতিনিধি; ২৯ জানুয়ারি ২০২৩ , ৬:১০:০৫ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস।এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সিভিল সার্জন অফিস,মৌলভীবাজার এর উদ্যোগে ল্যাপরা বাংলাদেশ ও হীড বাংলাদেশ এর সহায়তায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে গতকাল রবিরার সকাল ১০ ঘটিকায় বেলুন উড্ডয়ন এর মাধ্যমে ডা. চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ, সিভিল সার্জন মৌলভীবাজার, র‌্যালী উদ্ভোধন করেন। র‌্যালীতে বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজনের পাশাপাশি কুষ্ঠ রোগী ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে সদর হাসপাতলেল পিআইও ভবরনর কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোহাম্মদ আব্দুর রব জাকারিয়ার পরিচালনায় উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন ডা. চৌধুরী জালাল মুর্শেদ। এসময় মৌলভীবাজার জেলার কূষ্ঠ রোগীর চিত্র তুলে ধরেন। সেই সাথে প্রধানমন্ত্রীর এসডিজি বাস্তবায়নের লক্ষে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহব্বান করেন। আলোচনা সভায় কুষ্ঠ বিষয়ক প্রেজেন্টেশন করেন ডা. টমাস দে টিটু, এমওসিএস, সিভিল সার্জন কার্যালয়।
১৯৫৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারির শেষ রবিবার কুষ্ঠের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়ে আসছে।দিবসের উদ্দেশ্য হলো কুষ্ঠ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা। জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ, এ সব লক্ষ্য সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা দেয়াই হচ্ছে এই দিবসের লক্ষ্য।

 

 

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” নির্বাচিত || ফরিদপুরের ভাংগা’র ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা

ফরিদপুরে কমিউটার ট্রেন এর যাত্রা বিরতি || ড. যশোদা জীবন দেবনাথের আবেদন মঞ্জুরের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

সিটির সঙ্গে একীভূত না করতে গভর্নরকে বেসিকের কর্মীদের স্মারকলিপি

ঘটনাস্থল: ঢাকার উত্তরখান ॥॥ সন্ত্রাসী মোঃ আশিক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মোঃ নুরুল হকের প্রায় ১৩০০ অযুতাংশ জমি অবৈধ দখলে রেখেছে ॥॥ প্রাণের ভয়ে আদালতে যেতে পারছেন না তিনি

শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ