অর্থনীতি

জয়িতা আন্বেষণে বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্ব আমার প্রেরণা, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মানবিক কর্ম আমার এগিয়ে যাওয়া

  বিশেষ সংবাদদাতা : ২ অক্টোবর ২০২৩ , ৯:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

জয়িতা অন্বেষণে বাংলাদেশ এর আওতায় “অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী”- ক্যাটাগরিতে পুরষ্কার প্রার্থী ফরিদপুরের তামান্না মোসলেম মীরা বলেছেন-“অর্থনীতির ভাষায় একটি দেশ তখনই দরিদ্র থাকে যখন নিজে দরিদ্র হয়।”- এই মূলমন্ত্রকে সামনে রেখে অর্থনৈতিক সাফল্য অর্জনে কাজ করে যাচ্ছি। পার্লার ও তৈরী পোষাক ব্যবসার মাধ্যমে আমার এ ব্যবসা পরিচালিত হচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্ব ও অটিজম বিশেষ বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মানবিক কর্মকে আমার জীবনের প্রেরণা মনে করি।”- দৈনিক সমাজ সংবাদকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন- ফুরিদপুর সুকন্যার স্বত্বাধিকাররী তামান্না মোসলেম মীরা । তিনি জানান— “সুকন্যা বিউটি পার্লার ও সুকন্যা বুটিক সপে এখন প্রায় ৩০০ অসহায় নারী তার কর্মের ঠিকানা খুঁজে পেয়েছে।” এক অনুসন্ধানে জানা যায়-২০১৩ সালে তামান্না মোসলেম মীরা জাতীয় যুব পুরস্কার পেয়েছেন। পুরষ্কারটি তিনি প্রধানমন্ত্রীর হাতে থেকে গ্রহণ করেছেন। ২০১৪ সালে যুব উদ্যোক্তা হিসেবে তিনি চীন সফর করেছেন। ২০২২ সালে পেয়েছেন জয়িতা পুরষ্কার। এ বছরও তিনি “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”- এর অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী হিসেবে পুরষ্কার পাবেন বলে প্রত্যাশা করেন। এ জন্যে তিনি ফরিদপুরের সংশ্লিষ্ট দপ্তরে যাবতীয় তথ্য জমা দিয়েছেন। এ প্রসঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাসুদা জেমী বলেন- “তামান্না মোসলেম মীরা একজন সফল ও পরিশ্রমী নারী উদ্যোক্তা। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এর কার্যক্রমে পুরষ্কার অর্জনে ইত্যেমধ্যে তার নাম ঢাকা বিভাগীয় দপ্তরে যাবতীয় তথ্যসহ প্রেরণ করা হয়েছে।”

আমরা ফরিদপুরের নারী উদ্যোক্তা ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অনুসারী তামান্না মোসলেম মীরার যাবতীয় কর্মের তথ্য তুলে ধরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা ইন্দিরা এমপি এর মতামত জানতে চাইলে— তিনি এই প্রতিনিধিকে বলেন- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনন্য প্রেরণা। তাঁর পরিশ্রমী উন্নয়নকাজে আজ দেশে এগিয়ে যাচ্ছে। তার অন্যতম অনুসারী হিসেবে এদেশে হাজার হাজার তামান্না মোসলেম মীরার মত কর্মীরা এগিয়ে যাবে এটাই দৃষ্টান্ত। এটাই আমাদের জাতীয় উন্নয়নের অংশ।
উল্লেখ্য যে তামান্না মোসলেম মীরা একজন নারী উদ্যোক্তা হিসেবে তার প্রতিষ্ঠানে নিয়মিত অনিয়মিত প্রায় ৩০০ অসহায় নারীর কর্মের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন। তিনি ফরিদপুরের গর্ব বলে মনে করেন ফরিদপুরের পৌর মেয়র ও জেলা প্রসাশক। তার এ কর্মের প্রেরনায় এ অঞ্চলে অনেক উদ্যোক্তা তৈরী হবে। এলাকাবাসী তার সাফল্য কামনা করেছেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা-২০২০ || আবাসন ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করছি – আলমগীর শামসুল আলামিন কাজল রিহ্যাব প্রেসিডেন্ট

জয়িতা আন্বেষণে বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্ব আমার প্রেরণা, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মানবিক কর্ম আমার এগিয়ে যাওয়া

নারী উদ্যোক্তা নাঈমা হক ও ‘বাঙাল’ এর গল্প

খাদ্যশস্য রফতানিতে রাশিয়ার রেকর্ড

দেশে ও আন্তর্জাতিক বিশ্বে এ দেশের পর্যটন শিল্পের বিকাশে-‘‘পর্যটন শিল্পের ইতিবৃত্ত’’-গ্রন্থটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে

ঢাকা কাফরুল থানার আলোচিত মানিলন্ডারিং মামলা উপযুক্ত দালিলিক তথ্য ও প্রমাণ ছাড়া নিরাপরাধ ব্যক্তিদের অভিযুক্ত না করার দাবী জানিয়েছে- ভূক্তভোগীসহ বিশিষ্ট নাগরিকেরা